আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

অনেকদিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম। আসলে অনেক পড়াশোনার চাপের কারণে লিখতে বসা হয় না। আজকে আমি এসেছি পিসিতে কিভাবে Youtube Vanced  ব্যবহার করবেন সেই ট্রিক নিয়ে। তো চলুন শুরু করা যাক।

প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিন এখান থেকে । কেননা  Youtube Vanced এর পিসির কোনো সফটওয়্যার নেই।

এরপর ক্রোম ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর  এখান থেকে Sponsor Block,  এখান থেকে Return To Youtube Dislike (ইউটিউবে ডিসলাইক সংখ্যা দেখার জন্য) এবং  এখান থেকে Enhancher for Youtube এক্সটেনশন তিনটি ইনস্টল করে নিন। ইউটিউবের এড ব্লক করার জন্য Adblocker Ultimate এক্সটেনশনটি ইনস্টল করে নিতে পারেন।

এক্সটেনশন গুলো ক্রোমের উপরের পপ আপ বার এ এরকম আসবেঃ

এবার Enhancher for Youtube এক্সটেনশন এ ক্লিক করুন।

দেখুন কতগুলো অপশন চলে এসেছে।

 

এখান থেকে আপনি আপনার মন মতো ইউটিউব কে সেটাপ করে নিতে পারবেন যেমনটা ফোনে Youtube Vanced এ করতেন।

যেমন এড দেখানো অফ করা, থিম পাল্টানো,ডার্ক মুড করা, কিবোর্ডের শর্টকাট ইচ্ছেমতো দেয়া, পিকচার টু পিকচার মুড এ নেয়া ইত্যাদি।

এবার আমরা একটা ভিডিও প্লে করে দেখবো আর কি কি ফিচার পাচ্ছি।

দেখুন নিচে একটি অতিরিক্ত কন্ট্রোল বার দেখা যাচ্ছে।এখান থেকে আপনি অনেক ফিচার পাবেন।

যেমনঃ লুপ বানানো, ভলিউম বুস্ট করা, এড রিমুভ করা, সিনেমা মুড করা, মাউসের হুইল দিয়ে স্পীড বাড়ানো, ভিডিও তে ফিল্টার এড করা, ভিডিওর স্ক্রিনশট নেয়া, পিকচার ইন পিকচার মুড এ নেয়া ইত্যাদি।

এছাড়া পপ আপ ব্লকিং, স্পন্সর ব্লক, ইন্ট্রো স্কিপ তো আছেই।

দেখুন ইউটিউবে ডিসলাইক সংখ্যাও দেখা যাচ্ছে।

এছাড়া পপ আপ প্লেয়ার ব্যবহার করে আপনি অন্যান্য কাজের পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। এরজন্য আপনাকে নিচের মতো জায়গায় ক্লিক করতে হবে।

এরপরেই পপ আপ আকারে ভিডিও চলে আসবে। তবে পপ আপ আকারে ভিডিও টি কে সব সময় উপরে রাখতে হলে আরেকটু সামান্য কাজ করতে হবে।

এখানে ক্লিক করে Auto Hotkey সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর ডাউনলোড হয়ে গেলে, ফাইলটি ইনস্টল করুন এবং ” Express Installation ” নির্বাচন করুন। আপনি যদি ” Custom Installation ” নির্বাচন করেন তবে ” Unicode ” সিলেক্ট করে নিবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনার ডেস্কটপে যান।এবার একটা খালি জায়গায় মাউসের কার্সর নিয়ে রাইট ক্লিক করুন।নিচের মতো অপশনে যান।

এরপর এরকম একটি আইকন দেখতে পাবেনঃ

আইকনটি তে রাইট ক্লিক করে Edit Script অপশনে যান।এরপর নিচের মতো আসবে।

সব লেখাগুলো মুছে নিচের লেখাগুলো কপি করে পেস্ট করুন।

#Space:: Winset, AlwaysOnTop, Toggle, A

এরকমঃ

এবার এটাকে সেইভ করে রাখুন।

সেভ করা শেষ হয়ে গেলে ফাইলটির উপর ডাবল ক্লিক করুন। এরপর যেকোনো একটা ভিডিও পপ আপ মুড-এ অন করে Windows key+Space Bar একসাথে চাপুন। এরপর দেখবেন আপনার পপ আপ সবসময় উপরে থাকবে। পুনরায় আগের অবস্থায় যেতে পপ আপ এর উপর ক্লিক করে আবার Windows key+Space Bar চাপুন। তাহলে আর সবসময় উপরে থাকবে না।

মোটামুটিভাবে আপনি ফোনে ইউটিউব ভ্যান্স দিয়ে যত সুবিধা পেতেন তার চেয়েও অনেক বেশি সুবিধা পাবেন এই এক্সটেনশন গুলো ব্যবহার করে।

বুঝতে অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ Facebook ID

 

টম এন্ড জেরির এপিসোড গুলো দেখতে লাইক দিন আমাদের ফেসবুক পেইজঃ Tom And Jerry Forever

তো আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

35 thoughts on "পিসিতে কিভাবে ব্যবহার করবেন Youtube Vanced"

  1. SagorSrkian Author says:
    Adblocker for Youtube Extension ব্যবহার করেই তো YOUTUBE Ad ব্লক করা যায়। 🙂
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      এখানে এড ব্লকিং ছাড়াও আরো অনেক ফিচার সম্বন্ধে আলোচনা করা হয়েছে ভাই ?
    2. SagorSrkian Author says:
      আচ্ছা 🙂
  2. Levi Author says:
    আপনি তো কয়েকটি এক্সটেনশন এর কাজ দেখাইলেন।তাহলে এটি ইউটিউব ভান্সড হইলো কিভাবে?
    1. Md Al-Amin Contributor says:
      অনলাইন নিউজ পোর্টাল গুলার মত শিরোনাম। ” দেখুন একি করলো ভাবীর সাথে দেবর” ভিতরে ঢুকে দেখা যায় চিংড়ি মাছ দিয়া কদু রান্না করছে। টাইটেল/শিরোনাম টা কিসের ভিত্তিতে দিতে হয় সেটাই জানেনা।
    2. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      ইউটিউব ভ্যান্সড এ যেসব ফিচার দেয়া হতো সবগুলোই একবারে ক্রোমে ব্যবহার কিভাবে করবেন তা দেখানো হইছে। এগুলোই কি যথেষ্ঠ নয়?
    3. Levi Author says:
      ঠিক বলেছেন।?? বাইরে এক ভিতরে আরেক।
    4. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      এক্সটেনশন গুলো ইউটিউব ভ্যান্সড ওয়েবসাইট থেকেই নেয়া।
    5. Levi Author says:
      তাহলে তো বলতে পারতেন যে অ্যাডস ছাড়া ইউটিউব ভিডিও দেখার নিয়ম।
    6. Levi Author says:
      ওহ আচ্ছা।
  3. mahmudseam Contributor says:
    ভালো।
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      ধন্যবাদ
  4. Jakir Hossain Contributor says:
    গুটি কি আপনি খাইছেন না আমরা খাইছি? দেখালেন এক্সটেনশন আর বললেন vanced ?
  5. TAHER Author says:
    ভাবলাম YouTube Vanced নিয়ে পোস্ট করলেন।
    পরে দেখলাম অন্য কাহিনি, এরপরও ভাবলাম মোবাইল দিয়ে কাজ হতে পারে হয়তো পরে দেখলাম ডেস্কটপ ?
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      মোবাইলের জন্য ইউটিউব ভ্যান্সড এর বিকল্প এপ নিয়ে ট্রিকবিডিতে অন্যরা অনেক পোস্ট আছে।দেখে নিতে পারেন ?
    2. TAHER Author says:
      আগের Vance অ্যাপ কাজ করে না মনে হয়??
  6. Sohag21 Author says:
    ভালো লাগলো, কিন্তু আমার পিসি নাই ?
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      Thanks
  7. RANehal Contributor says:
    Gfx dia mining kvbe krbo? Full process please
  8. mbsadik Contributor says:
    ভাই ফোনে কি এখনও YouTube vanced চলে?
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      না ভাই।আগে যারা ইনস্টল করে রাখছিলো তাদের চলে। আর ইউটিউব ভ্যান্সড এর বিকল্প অনেক এপ এসেছে।
  9. SR Shoruv Author says:
    Adguard Adblocker extension use korlei to hoy…. yt er pashapashi sob website thekei adblock kore dey
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      Vai adblock charao aro onek feature ache ami je extension er link disi tate
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      Thank you ❤
  10. Nishat Roni Contributor says:
    ভাই অ্যান্ড্রয়েড ১২ এর জন্য ইউটিউব ব্যান্স আছে ??থাকলে দেন??
  11. Shakib Expert Author says:
    good but not handy ❤
    1. Redwan Ahmed Sawkhin Author Post Creator says:
      Thanks for your Valuable comment ?
    2. Shakib Expert Author says:
      My pleasure ?
  12. Md. Sajib Hossain Contributor says:
    Script এ নিচের কোড এড করতে পারেন।
    এটা এড করার পর Winkey আর মিনি প্লেয়ারের উপর মাউস Left button ক্লিক করলে বর্ডার চলে যাবে।
    আবার Winkey আর মিনি প্লেয়ারের উপর মাউস Right button ক্লিক করলে বর্ডার চলে আসবে।

    Code: “;-Caption
    LWIN & LButton::
    WinSet, Style, -0xC00000, A
    return
    ;

    ;+Caption
    LWIN & RButton::
    WinSet, Style, +0xC00000, A
    return
    ;”

    ” বাদে এর ভিতরের টুকু নিবেন।

Leave a Reply