Site icon Trickbd.com

যে কোন উইন্ডোজ চলাকালীন সময়ে Kali Linux চালাতে চান তাও আবার Install এবং Bootable Pendrive বাদে তবে পোষ্ট টি চোখ বুলিয়ে নিতে পারেন কাজে লাগতে পারে।

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম Kali Linux চালাতে চান তাও আবার Install এবং Bootable Pendrive বাদে তবে পোষ্ট টি চোখ বুলিয়ে নিতে পারেন কাজে লাগতে পারে।

 
Kali Linux আমরা ইন্সটল অথবা বুট করে চালিয়েছে আজ একটু অন্যভাবে Kali Linux লাইভ চালাবো। যে কোন উইন্ডোজ হক না কেন আমরা সাধারণত সফটওয়্যার ইন্সটল এবং চালিয়ে থাকি যা আমাদের একটি উইন্ডো আকারে উপস্থাপন করা হয় , আজকে আমার পোষ্ট এর কাজ হবে Kali Linux কিভাবে অন্যান্য সফটওয়্যারে মত উইন্ডো আকারে চালাবেন তা নিয়ে।
 
 
 
কাজটি করতে যা প্রয়োজন হবেঃ
 
( ক ) Kali Linux এর ISO ফাইল।
( খ ) Oracle VM Virtual Box.
 
[“যেহেতু উইন্ডোজ আগে থেকেই আপনাদের কাছে থাকবে তাই উইন্ডোজের ISO ফাইলের কথা উল্লেখ করিনি”]
 
 

ডাউনলোড করতে চান Kali Linux এর সর্বশেষ আপডেট ভার্সনের ISO টি তবে এখানে ক্লিক করুন।

 
 
 

 

 
এবার যদি ডাউনলোড এবং ইন্সটল সম্পূর্ণ হয়ে থাকে তবে নিচের পদক্ষেপ গুলো দেখুন।
 
 
আপনার সদ্য Install হওয়া VM Virtual Box সফটওয়্যার টি Open করুন।
 
 
উপরের ছবির মত New বাটনে ক্লিক করুন।
 
 
Name আপনার ইচ্ছামত একটা দিয়ে দিন উপরে যেমন আমি দিয়েছি Kali Linux.
Type থেকে Linux নির্বাচন করে দিন।
Version থেকে Other Linux 64 Bit / 32 Bit নির্বাচন করুন।
উপরের ছবির মত সব ঠিক মত হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।
 
 
এবার আমাদের Ram কতটুকু খরচ করে Kali Linux টি চালাব তা নির্বাচন করবো। 
আমি সবচেয়ে Low-Config এ চালিয়ে দেখাব যার Ram 4 GB আমি 2GB নির্বাচন করেছি আপনি ভালভাবে চালাতে 4GB+ নির্বাচন করতে পারেন তবে তা পিসির কনফিগ বুঝে।
 
 
এবার Create a Virtual Hard Drive Now নির্বাচন করে Create বাটনে ক্লিক করুন।
 
 
এবার VDI (VirtualBox Disk Image) নির্বাচন করে ফেলুন সাথে Next বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন।
 
 
এবার আপনি Dynamically Allocated নির্বাচন করুন।
 
 
এবার আপনার ইচ্ছামত জায়গা নির্বাচন করুন মানে দাড়ালো এরকম যে আপনি Kali Linux চালানোর জন্য Hard Disk এ কতটুকু জায়গা খরচ করতে আগ্রহী তা নিজের মত করে নির্বাচন করুন।উপরের সকল কাজ সঠিকভাবে সম্পূর্ন হলে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন।
 
 
এবার উপরের মত আসলে Start বাটনে ক্লিক করুন।
 
 
উপরের মত আসলে বুঝে নিতে হবে যে আপনার ডাউনলোড করা ISO ফাইলটি দেখিয়ে দিতে হবে কোথায় আছে।
 
 
এবার উপরের মত আপনার ডাউনলোড করা ISO ফাইল টি নির্বাচন করুন সাথে দুইটা ডাবল ক্লিক দিতে ভুলবেন না যেন।
 
 
এবার উপরের মত ISO নির্বাচন হয়ে গেলে Start বাটনে ক্লিক করুন।
 
 
এবার উপরের মত আসলে Live (686-pae) নির্বাচন করুন।
 
 
অপেক্ষা করুন আসিতেছে…………………………
 
 
 
অবশেষে kali Linux লাইভ উপরের চিত্রে।
এরপর ও যদি সমস্যা মনে করেন তবে নিচের ভিডিও টি দেখে আসবেন এক নজরে।

 
যদি আপনি উপরের নিয়মে সন্তুষ্ট না হয়ে থাকেন তবে 8GB Pendrive থেকে লাইভ চালাতে নিচের পোষ্ট টি দেখুন।

যেভাবে Pen Drive বুটেবল করতে হয় সাথে Zorin OS এর মত যে কোন লিনাক্স পেনড্রাইভ থেকে লাইভ চালাবেন ইন্সট্রল না করে তার সম্পূর্ন টিউটোরিয়াল । যারা Zorin OS চালাতে পারেন নি তারা দেখুন 

যদি আমার এই টিউনটি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না যেন।
অবশেষে আজকের জন্য বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।