Site icon Trickbd.com

জেনে নিন কি- বোর্ডের ৫ টি গুরুত্বপূর্ণ শর্টকাট

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লেখালেখিতে তেমন ভালো না। তাও লিখতে চেষ্টা করি।

কম্পিউটার বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রায় সব কাজেই এখন কম্পিউটার ব্যবহার হয়ে আসছে। অফিস, দোকান,ব্যবসা অনেক কাজেই কম্পিউটারের ব্যবহার লক্ষণীয়। আপনি যদি কম্পিউটার চালাতে আরো দক্ষ হতে চান তাহলে আপনাকে কিছু শর্টকাট জানতে হবে। যা আপনার কাজ দ্রুত করতে সাহায্য করবে।

চলুন জেনে নেই ৫ টি কি- বোর্ড শর্টকাটঃ

১. Ctrl+ R বা F5= উইন্ডো রিফ্রেশ করতে।
২. Ctrl+C = কোনো লেখা কপি করতে।
৩. Ctrl+X = কোনো লেখা কাট করতে।
৪. Ctrl+V= কপি বা কাট করা লেখা পেস্ট করতে
৫. Windows logo+ L= কম্পিউটার লক করতে।

সূত্রঃ সময় নিউজ
বি.দ্রঃ এই শর্টকাট ব্যবহার করে কেউ যেন আবার অন্যের লেখা কপি করবেন না।

আমার ট্রিকবিডিতে আরো পোস্টঃ
এবার HSC প্রস্তুতি নিন টেন মিনিট স্কুলের সাথে

৯০% ছাড়ে টেন মিনিট স্কুলের ৯,৫০০ টাকার SSC Crush Course করুন মাত্র ৯,৫০ টাকায়

হ্যাকস বান্ডলঃ একটির দামে ৩টি বই!

যে কোনো ব্রান্ডের নতুন বা পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে নিন ব্রান্ড নিউ মটোরোলা ফোন

Book Review: “সবার জন্য Vocabulary”

??? সকল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের তারিখ জানতে আমার সাইটের পোস্টটি দেখতে পারেন।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

Exit mobile version