” সবার জন্য vocabulary ” মুনজেরিন আপুর নতুন ডিজিটাল বই। মুনজেরিন আপুকে অনেকেই চিনেন যে উনি টেন মিনিট স্কুলের কাজ করছেন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েন। উনি স্পোকেন ইংলিশ নিয়ে একটি ভিডিও কোর্স ও দুইটি বই লিখেছেন। ১ম বইটি রকমারিতে বেস্ট সেলিং তাকমা অর্জন করেছেন।

আজ আমরা ” সবার জন্য vocabulary ” বইটি নিয়ে কিছু কথা বলবো।শুধু লেখা পড়ে কোনো কিছু মনে রাখার চেয়ে ছবি দেখে কোনো কিছু পড়লে পড়াটা তুলনামূলক বেশি মনে থাকে। এই টেকনিকটা মুনজেরিন আপু কাজে লাগিয়েছেন সবার জন্য Vocabulary বইয়ে।

বইটি যাদের জন্যঃ
যাদের vocabulary পড়লে মনে থাকে না।যারা মুখস্থ করতে করতে বিরক্ত, সহজে তাড়াতাড়ি Vocabulary শিখতে চান যারা তাদের জন্য এই বই।

সবার জন্য Vocabulary pdf
লেখকঃ Munzereen Shahid
দামঃ ৭৫টাকা মাত্র
Buy Now

বইয়ের ডিমো দেখে নিনঃ
সবার জন্য Vocabulary pdf

3 thoughts on "Book Review: “সবার জন্য Vocabulary”"

  1. Avatar photo STI Lover Author says:
    2tai ki ak e?
    That mean,
    boi ta tk diye kine porle free pdf file thake alada ki feature pabo?
    1. Avatar photo samim ahshan Author Post Creator says:
      Same e..

Leave a Reply