তাহলে আজকের পোস্ট টি আপনার জন্য ।আমি ডেস্কটপ ইউজার, আর ডেস্কটপ কোথাও নিয়ে যাওয়া যায় না সবাই জানেন । যেহেতু অলটাইম বাড়িতে থাকে আর আমিই ইউজ করি তাই চাচ্ছিলাম আমার Windows যে পাসওয়ার্ড আছে সেটা অফ করে দিতে । তাছাড়া পাসওয়ার্ডও আমি সেট করতে চাই নাই, মাইক্রোসফট একাউন্ট খোলার সময় সেট করতে হয়েছিলো । অকে যাই হোক এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখছি দেখছি, কিন্তু কোনটাই কাজ হয় নাই । পরে খুব সহজে পাসওয়ার্ড রিমুভ করতে পেরেছিলাম এবং সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি ।
কিভাবে Windows এর পাসওয়ার্ড রিমুভ করবেন
(কোথাও বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটা দেখতে পারেন)
তারপর Accounts
তারপর sign in options এ ক্লিক করুন এবং never করে দিন
তারপর,Password এ ক্লিক করুন এবং change এ ক্লিক করুন
এখানে কোন পাসওয়ার্ড দিবেন না, সবকিছু খালি রাখুন এবং next ক্লিক করুন
তো দেখতেই পারছেন এখানে বলছে Your account dosent have a password, মানে পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে
তারপর রিস্টার্ট দিয়ে দেখতে পারেন, কোন পাসওয়ার্ড চাইবে না ।
ভিডিওতে রিস্টার্ট করেও দেখিয়েছিঃ
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★এক ক্লিকেই মেসেঞ্জার গ্রুপের সকল মেম্বারকে মেনশন করুন এবং আপনার মূল্যবান সময় বাঁচান ?
★★ফেসবুক পেইজের ভিডিওতে ইউটিউবের মতো Thumbnail দিন কয়েক সেকেন্ডেই! | ফেসবুকের ভিডিওতে ছবি সেট করুন
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★কোনপ্রকার বাড়তি এপ ছাড়াই SHAREit এর মতো যেকোন ফাইল দ্রুত শেয়ার করুন !
★★পাবজিতে গ্রেনেড স্কিন নিন কোনপ্রকার UC ছাড়াই । Get PUBG Grenade Skin For Free!
★★৫৩৩ মিলিয়ন ফেসবুক ইউজারের মোবাইল নাম্বারসহ অনেক তথ্য লিকড ! চেক করে নিন আপনিও আছেন কিনা এদের মধ্যে ?
সেখানে দেখছি বাচ্চাদের মত পোষ্ট করছেন।