[হট অফার]
আপনেইও তৈরি করে ফেলুন নিউজ সাইট নিয়ে নিন একদম ফ্রিতে নিউজ থীম
আস্সালামুআলাইুম…
হ্যালো বন্ধুরা !
আমি ছাদিকুর রহমান, আমাদের সাইটের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ! আর আশা করব আমাদের প্রতিতে পোস্ট আপনাদের কাছে ভাল লাগবে?
?আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দেশের সেরা নিউজ সাইট প্রথম-আলো এর নিউজ থীমটি কীভাবে আপনারা মাত্র ৳৩০০০ টাকায় কিবেন?.
থিমটি সম্পূর্ণ Responsive থীম। ডাউনলোড করে নিন একটি অসাধারন বাংলা নিউজ প্রিমিয়াম থীম । যারা ভাবতেছেন একটি নিউজ সাইট বানাবেন তারা অবশ্যই এই থীমতি ইউজ করতে পারেন। কারণ এই থীমটি তে রয়েছে অসাধারণ সকল ফিচার যা আপনার সাইটকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে।
?সাথে রয়েছে Easy Admin Panel সিস্টেম যাতে খুব সহজেই আপনি আপনার সাইট কে কাস্টমাইজ করতে পারেন এবং সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারেন। রয়েছে সোশিয়াল শেয়ার বাটন যাতে আপনি খুব সহজেই আপনার পোষ্ট গুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। রয়েছে Related Posts সিস্টেম যাতে আপনার সাইটের ভিজিটর আপনার সাইট এর প্রতি আকর্ষণ বাড়ে। এবং আরো অনেক ভাল ভাল ফিচার রয়েছে নিচ থেকে থীম এর কিছু Features দেখে নিন।
?আর অবশ্য এই থীমটি আমি আপনাদেরকে ফ্রীতে দিচ্ছি । এটা আপনারা টাকা দিয়া কিনতে হবে না।
দয়া করে অকারণে বাড়ির বাহিরে যাবেন না।
নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।
#Stay_Home #Stay Safe
Stay Safe and Stay home #stayhomestaysafe#COVID_19#Coronavirus#Stayhomestaysafe
Post Sponsored By CodeDokan.Com
??থিমটির পরিচয়:???
নামঃ নিউজ স্কাই
Version: V1.0
মূল ডিজাইনারঃ ThemesBazar.Com
✿থীম সম্পর্কে বিস্তারিত বর্ণনাঃ
এই থিমটি দিয়ে আপনারা একটি বাংলা এবং ইংরেজী নিউজ পেপার সাইট তৈরী করতে পারবেন।
আমাদের থিমে দুইটি লাইসেন্স রয়েছে। সিঙ্গেল লাইসেন্স এবং আনলিমিটেড লাইসেন্স। সিঙ্গেল লাইসেন্স শুধুমাত্র একটি ডোমেইনে সেট করতে পারবেন। সিঙ্গেল লাইসেন্সের জন্য আপনার ডোমেইন নেইমটি দিতে হবে। আর আনলিমিটেড লাইসেন্স আপনি একাধিক সাইটে ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড লাইসেন্স এটা ডেভলাপারদের ক্ষেত্রে ভালো। কারণ তারা এটা নিয়ে আনলিমিটেড ডোমেইনে ব্যবহার করতে পারবে। এতে আমাদের কোন তথ্য থাকবে না। ডেভলপারদের ব্রান্ডিংয়ে সাইট তৈরী করে দিতে পারবে।
✿থীম স্ক্রিনশট:
✿থিমের বৈশিষ্ট্য :
১, আমাদের এই থিমে কোনও প্লাগিন ব্যাবহার করতে হবে না। প্লাগিন ইনস্টল ছাড়াই সাইট তৈরী হবে। (তবে আপনারা চাইলে প্লাগিন ব্যবহার করতে পারবেন) ২, থিমের প্রত্যেকটা সেকশন নিচে এবং উপড়ে তুলতে পারবেন। প্রয়োজনে শো এবং হাইড করতে পারবেন। ৩, কোন কোডিং জ্ঞান ছাড়াই সম্পূর্ণ সাইট তৈরী করতে পারবেন। ৪, থিমের বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। ৫, থিমের প্রশস্থ ফুল এবং বক্স করতে পারবেন। ৬, ক্যাটাগরির টাইটেলের ডিজাইন কয়েকটি রয়েছে। যে কোন একটা ব্যবহার করতে পারবেন। ৭, অনেকেই নিউজ স্যোশাল মিডিয়াতে শেয়ার দিতে প্রবলেমের সম্মুখিন হন। যেমন : টাইটেল এবং ছবি শেয়ার হয় না। সেটা আমাদের থিমে হবে না। কারণ আমরা স্যোশাল মিডিয়াতে শেয়ারের জন্য আলাদা কোড করে রেখেছি।
✿থিমে কি কি অপশন রয়েছে? ১, বার, তারিখ ও টাইম রয়েছে, যা বাংলা ও ইংরেজীতে থাকবে। আপনি চাইলে যে কোন একটি ব্যবহার করতে পারবেন। ২, শিরোনাম স্ক্রল ২টি রয়েছে। মেনুবারের নিচে এবং সাইটের একদম নিচে। যাতে আপনারা সর্বশেষ নিউজ, যে কোন একটা ক্যাটাগরি এবং কাস্টম টেক্সট ব্যবহার করতে পারবেন। ৩, পুরাতন খবর এবং ফেসবুক পেইজ অপশন ৪, আমাদের পরিবার নামে একটা পেইজ তৈরী করা আছে যাতে করে আপনি আপনার সকল স্টাফ, রিপোর্টারের ছবি, নাম এবং তাদের বিস্তারিত তথ্য রাখতে পারবেন। ৫, সার্চ অপশন রয়েছে যাতে আপনি নিউজের শিরোনাম লিখে নিউজ খুজতে পারবেন। ৬, চমৎকার মেনুবার। যা কিনা আপনি ওয়েবসাইটের নিচে গেলেও মেনুবার শো করবে। তাছাড়াও মেনু এর সাব মেনু এবং সাব এর সাব মেনু রয়েছে। আপনি চাইলে একাধিক সাব মেনু তৈরী করতে পারবেন। ৭, ফটো এবং ভিডিও গ্যালারী রয়েছে। যাতে করে আপনি আপনার ফটো এবং ভিডিও গুলো আপলোড দিয়ে রাখতে পারবেন। ৮, ফুটারে ৬টি মেনু রয়েছে। ৯, স্ক্রল টু টপ বাটন দেয়া আছে। যাতে ক্লিক করে আপনি ওয়েবসাইটের একদম নিচ থেকে খুব সহজেই উপড়ে যেতে পারবেন। ১০, সম্পূর্ণ নিউজে রিপোর্টারের নাম এবং তার ছবি দিতে পারবেন। ১১, আপনার পোস্টটি কতবার পড়া হয়েছে তা এখানে পাবেন। আপনি চাইলে এটা থিম অপশন থেকে হাইড করে রাখতে পারবেন। ১২, নিউজ অথবা পোস্টটি শেয়ার করার জন্য স্যোশাল মিডিয়ার লিংক রয়েছে। ১৩, সিঙ্গেল নিউজের নিচে এ জাতীয় আরো নিউজের অপশন রয়েছে। ১৪, সাইটের বিভিন্ন স্থানে এড দেয়ার জায়গা রয়েছে। আপনারা চাইলে একই স্থানে একাধিক এড দিতে পারবেন।
➥আমাদের প্রিমিয়ম নিউজ থীম কিনতে যোগাযোগ করুনঃ
➥Performance and Documentation
- GooglePageSpeed GOOD –
- GTmetrix GOOD – Latest Performance Report.
- Mobile Friendly Yes –
- Detailed Documentation – Check it.
- Dunia Blanter Post Shortcodes.
- Video Tutorial – How to Setup .
- Support for Premium – Contact Us.