স্বাগতম ট্রিকবিডি তে

ক্যামন আছেন সবাই..?

আশা নয়-বিশ্বাস সবাই ভালো আছেন।
ট্রিক বিডি তে যারা থাকে সবাই সর্বদা ভালো থাকে

আজ আপনাদের সামনে এক এমন বিষয় নিয়ে হাজির হয়েছি
যে বিষয় টি নতুন ইউটিউবার যারা নতুন
চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চাচ্ছেন
তাদের অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস।

মোবাইল / স্মার্ট ফোন দিয়ে এডসেন্স এ একাউন্ট করবেন কিভাবে আজ আপনাদের মাঝে সেটা নিয়ে আলোচনা ও স্ক্রিনসর্ট এর মাধ্যমে দেখানোর সম্পূর্ণ চেষ্টা করবো।

চ্যানেল এডসেন্স এ এপ্রুভ করতে বা সহজ ভাষায় বলতে গেলে এডসেন্স একাউন্ট করতে এই নিয়ম মেনে তারপর এডসেন্স এ এপ্লাই করতে হবে

  • ➤ চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট বা ব্যানার থাকতে হবে
  • ➤ এক সপ্তাহ বা ৭ দিন পূরাতন চ্যানেল হতে হবে
  • ➤ lমনিটাইজেশন ইনেবল থাকতে হবে
  • এই সব কিছু ঠিক থাকলে আপনি এডসেন্স এর জন্য এপ্লাই / আবেদন করতে পারবেন।

    এডসেন্স এর এপ্লাই করার ১/২ দিনের মধ্য আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ হয়ে যাবে।বা এডসেন্স একাউন্ট সাকসেসফুল হয়ে যাবে। যা আপনার দেয়া ইমেল / জি-মেইল এ জানিয়ে দেয়া হবে

    অনেক কথা বলে ফেললাম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য।

    এডসেন্স একাউন্ট করতে আপনাদের সর্বপ্রথম আপনার চ্যানেলে লগিন করতে হবে।

    এরপর ভিডিও ম্যানেজার অপশন এ গিয়ে চ্যানেল এ ক্লিক করতে হবে এরপর মনিটাইজেশন এ ক্লিক করুন
    ইনেবল মাই একাউন্ট এ ক্লিক করুন
    [স্ক্রিনশর্ট এ দেখানো হলো]

    বি.দ্র: যারা মনিটাইজেশন অন করতে পারেন নি তারা নিচে থেকে আমার আগের পোষ্ট [ ১ পর্ব ]দেখে চ্যানেল ক্রিয়েট ও মনিটাইজেশন কিভাবে অন করবেন জানতে পারেন।



    খালি বক্স এ চেকমার্ক দিয়ে একসেপ্ট এ ক্লিক করুন

    গট ইট এ ক্লিক করুন

    এরপর অটোমেটিক আপনার হোমপেজে চলে যাবে ভয় পাবেন না,,, আবার চ্যানেলে ক্লিক করুন।

    [ এরপর স্ক্রিনশট এ দেখানো হলো ]

    ১: How will I be Paid?
    এখানে ক্লিক করুন।

    ২: Associate an Adsense account
    এ ক্লিক করতে হবে।

    এরপর সাইন আপ এ ক্লিক করুন,,,


    দেখতে পাবেন আপনার জিমেইল এর পাসওয়ার্ড চাচ্ছে- পাসওয়ার্ড দিন এখানে।

    [ এরপর স্ক্রিনশট এ দেখানো হলো ]


    এরপর Contact Information নামে একটি পেজ ওপেন হবে সেখান থেকে —

    Country of territory- এখানে যার যার নিজ দেশ এর নাম দিতে হবে।



    Time Zone- টাইম জোন দিতে হবে (UTC+06:00)
    এটা বাংলাদেশের টাইম জোন।


    বি.দ্র: এখানে যা যা ইনফরমেশন দিতে হবে তা যেনো সার্টিফিকেট বা NID কার্ড এর তথ্যের সাথে মিল থাকে নয়তো পরবর্তিতে ইউটিউব থেকে আশা অর্থ আপনি পাবেন না।


    Name and Address – এখানে আপনার সার্টিফিকেট বা ব্যাংক একাউন্ট কিংবা NID কার্ড এ যে নাম ও ঠিকানা আছে সেই নাম ও ঠিকানা দিতে হবে।

    নিচের দিকে পাবেন
    Primary Contact এখানে আপনার নাম দেশের নাম ফোন বা ইমেইল দিন।

    এরপর……Adsense Email Preferences এর বক্স এ সব অপশন Yes দিয়ে
    সাবমিট মাই এপ্লিকেশন এ ক্লিক করতে হবে।

    এরপর Adsense Terms and Condition এ রকম একটি পেজ আসবে
    নিচে Yes I Have read and accept the agreement এখানে ✔ মার্ক দিয়ে Accept এ ক্লিক করুন।

    এরপর স্কিশর্ট এ দেখানো ভাবে স্টার্ট এ ক্লিক করুন

    এরপর সেভ দিন।
    স্ক্রিনশট এ দেখানো হলো…….!

    এরপর আপনার এডসেন্স একাউন্ট পেজে চলে যাবে।

    এরপর মনিটাইজেশন অপশনে দেখাবে [ Not Enabled ]


    বি.দ্র: ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আপনার চ্যানেলে ১০,০০০ ভিউয়ার হতে হবে আর এরপর আপনার এই মনিটাইজেশন অটোমেটিক অন হয়ে যাবে যখন আপনার চ্যানেলে উক্ত ভিউয়ার হয়ে যাবে।ধৈর্য হারাবেন না মন দিয়ে কাজ করুন সাফল্য নিশ্চিত।

    হয়ে গেলো আপনার ইউটিউব এডসেন্স একাউন্ট.।

    এরপর আপনার মেইল চেক করুন দেখুন
    Greet News টাইটেলে একটা ইমেই
    যাবে আপনার ইমেইলে আর ১ থেকে ২ দিন এর মাঝে এডসেন্স একাউন্ট এপ্রুভাল মেইল চলে আসবে।
    ওই মেইল এর টাইটেল থাকবে
    Congregation

    • সবাই ভালো থাকুন
    • সুস্থ থাকুন
    • থাকুন ট্রিক বিডির সাথেই।


    বিঃদ্র…. মানুষ মাত্র ই ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

    কোন কিছু জানার বা জানাবার থাকলে ভদ্র ও রুচিশীল ভাষায় কমেন্টে জানাবেন।

    আর সবার কাছে বিশেষ আবেদন::ব্যাবহারেই বংশের পরিচয়…

    সকলেই ভদ্রতা বজায় রাখুন।

    একসাথে একটি পরিবারের মতো

    সবার সমস্যায় এগিয়ে আসুন।

    [পর্ব -১] ইউটিউবে চ্যানেল খুলতে পারছেন না বা খুললেও কিভাবে টাকা ইনকাম করবেন বুঝতে পারছেন না।তাহলে পোষ্ট টি আপনার জন্য…!

    কোন পরামর্শ বা মতামত জানাতে ফেসবুক
    ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

11 thoughts on "[ পর্ব ২ ] [ With Screen Short ] এডসেন্স এ কিভাবে একাউন্ট করে ইউটিউব থেকে টাকা ইনকাম / উপার্জন করবেন….বিস্তারিত।"

  1. Mamunur Rashid Contributor says:
    শেষের email এর screen short দিলে ভালো হতো। nice post….
    thank you
    1. MRS Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মুল্যবান পরামর্শ ও মতামত প্রদানের জন্য…পরবর্তী কোনো পোষ্টে এই বিষয় নিয়ে আলোচনা করলে স্ক্রিনশট এড করে দেয়া হবে। ভালো থাকুন থাকুন ট্রিকবিডির সাথে।
    1. MRS Author Post Creator says:
      ধন্যবাদ আপনার মুল্যবান মতামত প্রদানের জন্য।
    2. Ashraf uddin Author says:
      আমার এই বিষয়ে কিছু হেল্প লাগবে আর হে ভাই আপনি যে কিছু পিকচার দিয়েছিলেন অখানে সবগুলা পিচ দুইবার করে আর সাইজ টা সঠিক না।
    3. MRS Author Post Creator says:
      fb তে নক করুনন।
  2. SHUKUR Contributor says:
    nice post boss caliye jan
    1. MRS Author Post Creator says:
      ধন্যবাদ পাশে থাকবেন বিশ্বাস। সর্বদা ভালো কিছু করার / দেবার চেষ্টা করবো।
  3. rahatul_tbf Contributor says:
    vai taka kothai ashbe.amar bank account na thakle kothai taka pabo.
    1. MRS Author Post Creator says:
      আপনার ব্যাংক একাউন্ট না থাকলে যার একাউন্ট আছে তার ডিটেলিস দিয়ে এডসেন্স একাউন্ট খুলবেন ।তবে অবশ্যই আপনার বিশ্বস্ত কারো একাউন্ট ব্যাবহার করবেন। নয়তো পরে পস্তাবেন।ধন্যবাদ সাথেই থাকুন ভালোর সাথে -সত্যের সাথে।
  4. SP Søú®ō√ Contributor says:
    Vai ami youtube Channel kholar shomoy country UnitedStates diyesi akhon adsense account kholar shomoy Bangladesh dile kono problem hobe na?

Leave a Reply