আসসালামু আলাইকুম,

আজকে দেখাব কিভাবে ইউটিউব এর ভিডিও থেকে মাত্র 30 সেকেন্ডে অথবা 1 ক্লিকে ভিডিও এর কথাগুলা টেক্সট  আকারে অথবা লেখা  আকারে বের করে আনবেন। যারা আমার আগের পোস্টগুলো মিস করেছেন তারা চাইলে আমার আগের করা পোষ্টগুলোও একবার ঘুরে দেখতে পারেন,

 Full Post টা পড়বেন তাহলে সবকিছু সহজেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে।

তাহলে চলুন শুরু করা যাক,

রেজিস্ট্রেশন করার সময়সীমা আর মাত্র 4 ঘন্টা বাকি আজই লাস্ট ডেট । আজ রাত 12 টা   পর্যন্ত রেজিস্ট্রেশন  করতে পারবেন।

প্রয়োজনীয়তা:

  1. Mobile or Laptop or PC
  2. Internet
  3. Any Browser (মোবাইল থেকে গুগল ক্রোম ইউজ করতে পারেন)

এখন, 

# প্রথমে আপনি যে ভিডিওর কথাগুলো  টেক্সট বা লেখা আকারে বের করতে চাচ্ছেন ইউটিউব থেকে ভিডিওটির লিংক কপি করুন । এক্ষেত্রে ওই ভিডিওর ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেল অন থাকতে হবে তাহলে  টেক্সট বের করতে পারবেন । এখানে ভিডিওর কথা গুলো ইংরেজিতে, আপনি এই মেথড ফলো করে যেকোনো ভাষায় কথাগুলো ডাউনলোড করতে পারবেন । 

1. তারপর স্ক্রিনশটে দেখানো  এই ওয়েবসাইট এ প্রবেশ করুন। 

 

 

2. এখানে আপনি যে লিঙ্কটা কপি করে এনেছেন সেটা এই বক্সে পেস্ট করে ডাউনলোড এ ক্লিক করুন

 

 

3. তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফাইল রেডি হয়ে যাবে  ।

 

5. আপনি যে ভাষায় লেখা গুলো ডাউনলোড করতে চাচ্ছেন  সে ভাষার পাশে থেকে টেক্সট ফাইল টি ডাউনলোড করুন এখানে  110+  ভাষায় আপনি ভিডিওর কথাগুলো টেক্সট আকারে বের করতে পারবেন 

 

6.আপনি এখান থেকে বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি, স্পেনিশ,  চাইনিজ যে কোন ভাষায় লেখা গুলো বের করতে পারবেন আমি হিন্দি ভাষায় লেখা গুলো বের করে দেখালামএর জন্য টেক্সট এ ক্লিক করে ডাউনলোড করে  নিলাম এবং প্রমাণ হিসেবে একটি ওপেন করে দেখালাম

 এভাবে আপনি যেকোনো ভাষায় ভিডিওর কথাগুলো ডাউনলোড করে নিতে পারবেন

নোটঃ আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন এবং কোন সমস্যা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি হেল্প করার চেষ্টা করব।

Help Menu:

 কোন কিছুর প্রয়োজন হলে বা কোন কিছু জানার থাকলে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার Help Desk.

Contact me on Facebook

Contact me on YouTube

ধন্যবাদ।

7 thoughts on "ইউটিউব ভিডিওকে লেখায় কনভার্ট করুন মাত্র 30 সেকেন্ডে No Need Registration, No Need Minute"

  1. Tareq Aziz Author says:
    এটাতো সাবটাইটেল ডাউনলোড করার সাইট। এখানে তো ভিডিও কে লেখায় কনভার্ট করা যাচ্ছেনা। যে ভিডিওতে already সাবটাইটেল আছে, আপনি কেবল ঐ সাবটাইটেলটি ডাউনলোড করে ট্রান্সলেট করতে পারছেন।
    1. Mehedi Hassan Author Post Creator says:
      সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ।

      জি ভাইয়া ঠিক আছে,কিন্তু এটা অনেকেই জানেনা । অনেকে বড় বড় ভিডিও থেকে টেক্সট বের করতে চাই কিন্তু মিনিট স্বল্পতার কারণে পারেনা। আর আমি প্রথমেই বলেছি ভিডিওতে সাবটাইটেল অন থাকতে হবে যেসব ভিডিওতে সাবটাইটেল অন আছে সেসব ভিডিওতে এই পদ্ধতিতে টেক্সট এ রুপান্তর করতে পারে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও টু টেক্সট এই রিলেটেড আরো তিনটা ভিডিও আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন । সেগুলো দিয়ে সবকিছু করতে পারবেন সাবটাইটেল না থাকলেও ভিডিও থেকে লেখা বের করতে পারবে ।

      How to Convert YouTube or Any video to text file by online 2021
      https://trickbd.com/android-tips/721925

      মোবাইল থেকে ইউটিউব সহ যেকোন ভিডিও লেখাই কনভার্ট করুন মুহুর্তের মধ্যে
      https://trickbd.com/youtube-tips/723661

      পোস্টটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন, আমি চেষ্টা করি সপ্তাহে ৩ থেকে ৪ টা এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার । নতুন করে ইউটিউবে কাজ শুরু করার চেষ্টা করছি , চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরনা দিবেন আশা করছি ।

      https://www.youtube.com/TechLearningBD?sub_confirmation=1
      আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ।

  2. M.Alam Contributor says:
    এটা যেসব ভিডিওতে সাবটাইটেল অন করা আছে তাদেরগুলোই হবে।
    1. Mehedi Hassan Author Post Creator says:
      ji viya sudhu matro se gulate hobe . kintu any video theke text ber korar process age share korechi, post gula dekhte paren even amar youtube channel e o asen okhan thekeo video tutorial dekhte paren.
    2. M.Alam Contributor says:
      হ্যা ভাই আগের পোস্টও দেখেছি এবং ট্রাইও করেছিলাম কিন্তু অনেক লেখা মিসিং হয় তাই আর ব্যাবহার করিনি।
  3. Hm.jahed_ Contributor says:
    সাবটাইটেল ডাউনলোড করার সাইট কে ভিডিও কে লেখার কনর্ভাট বলে স্ক্যাম করার কি দরকার ?
    1. Mehedi Hassan Author Post Creator says:
      জি ভাইয়া ঠিক আছে,কিন্তু এটা অনেকেই জানেনা । অনেকে বড় বড় ভিডিও থেকে টেক্সট বের করতে চাই কিন্তু মিনিট স্বল্পতার কারণে পারেনা। আর এখান থেকে যেকোনো ভাষায় লেখা বের করতে পারছে, আমি প্রথমেই বলেছি ভিডিওতে সাবটাইটেল অন থাকতে হবে যেসব ভিডিওতে সাবটাইটেল অন আছে সেসব ভিডিওতে এই পদ্ধতিতে টেক্সট এ রুপান্তর করতে পারেন। আর এর আগেও আমি আরো তিনটা পোস্ট করেছে যেখান থেকে আপনি যেকোন ভিডিওকে লেখা রূপান্তর করতে পারবেন সাবটাইটেল অন থাকার প্রয়োজন নেই দয়া করে সেগুলো দেখবেন

      https://trickbd.com/android-tips/721925

      https://trickbd.com/youtube-tips/723661

Leave a Reply