স্বাস্থ্যের উপকারে চায়ের
দারুণ কিছু উপকারের কথা হয়তো
আপনি অনেক আগে থেকেই
জানেন। কিন্তু চা তৈরি করে
ফেলার পর যে টি-ব্যাগ থাকে,
সেটাকে কি আপনি
হেলাফেলা করেই ফেলে দেন?
জেনে রাখুন, এই টি ব্যাগ
মোটেই ফেলনা কিছু নয়। বরং
গৃহস্থালির বিভিন্ন কাজে তা
আসতে পারে। অনেক ক্ষেত্রেই
আপনার খরচ বাঁচিয়ে দিতে
পারে ছোট্ট একটি টি ব্যাগ।
এমনই দারুণ কিছু ব্যবহারের কথা
জানায় Popsugar এবং Nature Hacks
ওয়েবসাইট।
১) জুতোর গন্ধ
টি ব্যাগের প্যাকেট খোলার
সাথে সাথেই চায়ের দারুণ
একটা সুবাস আপনার নাকে এসে
লাগে, তাই না? এই সুগন্ধটির
সদ্ব্যবহার করুন। ২-৩টি অব্যবহৃত
অর্থাৎ শুকনো টি ব্যাগ রাখুন
প্রতিটি জুতোয়। এক দিনের
মাঝে আপনার জুতো থেকে
দুর্গন্ধ দূর হয়ে যাবে। জুতোটা
ধোয়াধুয়ির ঝামেলায় যেতে
হবে না।
২) মাংস নরম করা
চায়ে থাকা ট্যানিন মাংসকে
নরম করতে পারে। এর পাশাপাশি
ছড়িয়ে দিতে পারে। রঙচায়ের
কড়া লিকারে মাংস
ম্যারিনেট করে রাখুন
সারারাত বা অন্ততপক্ষে কয়েক
ঘণ্টা।
৩) গাছে সার দেওয়া
বাগান করার অভ্যাস না
থাকলেও অনেকের বাড়িতেই
কয়েকটা টবে গাছপালা থাকে।
টবের মাটিতে পুরনো টি
ব্যাগের ভেতরের চাপাতা
মিশিয়ে দিন। গাছগুলো
প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষ করে
এসিড-লাভিং গাছগুলো এতে
খুবই উপকৃত হবে।
৪) ফাটা ব্রণের যত্ন
মুখে ব্রণ উঠলে বেশীরভাগ মানুষই
সাবধান থাকেন, এতে হাত দেন
না। কেউ বা আবার এটাকে
টিপেটুপে ফাটিয়ে ফেলেন।
কিন্তু ব্রণ ফাটানোর পরে তা
থেকে যেন ইনফেকশন না হয়
সেদিকে লক্ষ্য রাখাটাও জরুরী।
ব্রণ ফাটানোর পর একটা উষ্ণ এবং
ভেজা টি ব্যাগ ওই ফাটানো
ব্রণের ওপরে রাখুন। এতে
লালচেভাব কমে যাবে এবং
আরাম লাগবে।
৫) চোখের নিচে ফোলাভাব
কমানো
অনেকেই ডার্ক সার্কেল দূর
করতে টি ব্যাগ ব্যবহার করে
থাকেন। কিন্তু এটা চোখের
নিচের ফোলাভাব বা ব্যাগ দুর
একটা দিনের শেষে ক্লান্ত
চোখগুলোকে একটু শান্তি দিতে
ব্যবহৃত টি ব্যাগ রাখতে পারেন
চোখের উপরে। ১৫ মিনিটেই
অনেকটা আরাম দেবে।
৬) হাতের দুর্গন্ধ দূর
পিঁয়াজ, রসুন অথবা অন্য কোনো
গন্ধযুক্ত খাবারের গন্ধ হাত থেকে
দূর করতে সাবান অনেক সময়ে
যথেষ্ট নয়। এর জন্য ব্যবহৃত টি ব্যাগ
হাতে ঘষে নিতে পারেন, গন্ধ
কমে যাবে।
৭) গ্রিন টি গোসল
যাদের বাথটাব আছে তাদের
জন্য এটা উপকারে আসতে পারে।
ক্লান্তি দূর করতে বাথটাবে গরম
পানিতে পাঁচটি টি ব্যাগ
ছেড়ে দিন। এতে দারুণ একটা
সুগন্ধ আপনার ক্লান্তি দূর করবে।
আর ত্বকের জন্যও এটা খুব ভালো,
বিশেষ করে যদি রোদে পোড়া
ত্বক হয়ে থাকে।
বাংলাদেশে এই প্রথম কোন wapka site Trickbd এর মত, দেখতে শুধুনা সব কিছুই সেম টু সেম ট্রিকবিডি দেখবার আমন্ত্রন রইল ↪[http://tips20.ga][email protected][/url]