আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে মঙ্গলবার থেকে ভারতে ব্যান্ডউইডথ-এর পরীক্ষামূলক ট্রান্সমিশন রফতানি করতে যাচ্ছে বাংলাদেশ।
কর্মকর্তারা জানান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ইতোমধ্যেই তাদের তরফ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিএসসিসিএল ব্যান্ডউইডথ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।
বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, আগামীকাল থেকে তারা ব্যান্ডউইডথ-এর পরীক্ষামূলক ট্রান্সমিশনের জন্য প্রস্তুত।পরীক্ষামূলক ট্রান্সমিশন সফল হলে ৭ ডিসেম্বর থেকে ভারতে আনুষ্ঠানিক রফতানি শুরু হবে।’
কর্মকর্তারা জানান, উভয় দেশ ইতোমধ্যে সংযোগ স্থাপন করেছে। গত ১৬ নভেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর অপটিক্যাল ফাইবার আখাউড়া-আগরতলা সীমান্তের জিরো পয়েন্টে তার প্রতিপক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করে। ব্যান্ডউইডথ গ্রহণের জন্য ভারত তার প্রস্তুতি সময়মত সম্পন্ন করতে না পারায় পরীক্ষামূলক ট্রান্সমিশন বিলম্বিত হয়েছে।
আপনি কষ্ট করে বলবেন কি ব্যান্ডউইডথ কি???
প্লিজ