স্মার্টফোনটির নাম জানা না
গেলেও এটুকু জানা গেছে যে,
অ্যাপেল আগামী বছর ৪ ইঞ্চি
আকারের নতুন একটি আইফোন অবমুক্ত
করবে। এরই মধ্যে আমরা আসন্ন এই
আইফোনটি সম্পর্কে নানা রকম তথ্য
শুনেছি। কেজিআই সিকিউরিটিজ এর
বিশ্লেষক মিং-চি কু’র বিশ্লেষণ
থেকে আমরা মনোযোগ আকর্ষণকারী
ডিভাইসটির বিষয়ে আরো অনেক কিছু
জানতে পেরেছি।

মিং-চি কু’র দেয়া তথ্য মতে ৪ ইঞ্চি
আকারের আইফোনটির উৎপাদন শুরু হবে
২০১৬এর প্রথম প্রান্তিকে। অন্যদিকে
আইফোন৭ ও আইফোন ৭ প্লাস আগামী
বছর সেপ্টেম্বর মাসে বাজারে আসবে।

তাই আশা করা যায় যে, সেপ্টেম্বরের
আগেই আমরা ৪ ইঞ্চি আকারের
আইফোনের দেখা পাব। তিনি আরো
বলছেন যে, ৪ ইঞ্চির আইফোনের দাম
হয়তো ৪০০ থেকে ৫০০ ডলারের মধ্যে
নির্ধারণ করা হবে। হয়তো ১৬
গিগাবাইট মডেলের এই ডিভাইসটির
দাম পড়বে ৪০০ ডলার। গুজব থেকেও এরকম
কথা আমরা আগে শুনতে পেয়েছিলাম।

আসন্ন এই আইফোনটি ধাতুতে তৈরি
করা হবে যাতে শক্তি যোগাবে
অ্যাপেল এ৯ চিপসেট। এতে থাকবে
এনএফসি যেন সেটটিতে অ্যাপেল পে
কাজ করতে পারে। আইফোন ৫এস এ যেমন
৮মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ১.২
মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যুক্ত
হয়েছিল, ক্যামেরা সংযোগের
বেলায় এ ফোনটিতেও সে রকমটিই করা
হবে।

২০১৬ এর শেষ নাগাদ অ্যাপেল ২০
মিলিয়ন ৪ ইঞ্চি আকারের আইফোন

উৎপাদন ও বাজারজাত করতে সক্ষম হবে।

এই ফোনটি গ্রাহক পাবেন দুই কিম্বা
তিন রঙে। আগেই বলা হয়েছে যে,
ফোনটির নাম এখনও আমাদের অজানা,
তবে সম্ভাব্য নামটি হতে পারে
আইফোন ৬সি। অবশ্য অন্য নামেও
সেটটিকে পরিচিত করানো হতে
পারে। কারণ আইফোন ৫সি কিন্তু
ধাতুতে নয়, বরং প্লাষ্টিকেই তৈরি
করা হয়েছিল।

2 thoughts on "৪ ইঞ্চির আইফোনে চলবে অ্যাপেল পে,দাম হবে ৫০০ ডলারের নীচে"

  1. IT Expert Legend Author says:
    Mobilemaya . C0m theke copy korechen keno?
  2. IT Expert Legend Author says:
    Copy-paste bondho korun. 🙁

Leave a Reply