Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » ছবি আপলোড করে ছবি অনুযায়ী AI দিয়ে ক্যাপশন বানান মাত্র ২ মিনিটে With Image to Caption Website

ছবি আপলোড করে ছবি অনুযায়ী AI দিয়ে ক্যাপশন বানান মাত্র ২ মিনিটে With Image to Caption Website

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো অসাধারন একটি AI ওয়েবসাইট নিয়ে। যেখানে আপনি ছবি আপলোড করে আপনার ছবির জন্য একটি পারফেক্ট ক্যাপশন লিখতে পারবেন।
বর্তমান আমরা কম-বেশি সবাই সোশাল নেটওয়ার্ক ব্যাবহার করে থাকি । সেই সাথে কোথাও ঘরতে বা স্মৃতিময় কিছু মহূর্তগুলি সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করে থাকি।
আবার আমরা অনেকেই আছি যারা সোশ্যাল নেটওয়ার্কে কোন ছবি আপলোড করতে গেলে ভাল সুন্দর ক্যাপশনেরে অভাবে তা আর শেয়ার করা হয়না।
তাই আমি আপনাদের এরুপ সমস্যার সমাধান করার জন্য আজকে আমি এই পোষ্ট নিয়ে হাজির হয়েছি।
কিভাবে আপনি আপনার ছবি আপলোড করে আপনার ছবির জন্য কিভাবে AI এর মাধ্যেমে অটোমেটিক সুন্দর ক্যাপশন বানাবেন চলুন দেখে নেওয়া যাক।

প্রথমেই এই লিংকে ক্লিক করে নিন Image To Caption

এরপর Upload Image ক্লিক করে আপনার ছবি আপলোড করে দিন

ছবি আপলোড হয়ে গেলে ভাষা সিলেক্ট করে দিন ।যেহেতু এইখানে বাংলা ভাষা নেই তাই আমরা ইংরেজী সিলেক্ট করে দিন।

এখন আমাদের কাজ শেষ আমরা এখন Generate Caption এ ক্লিক করুন ।

আপনি যদি আপনার ক্যাপশনে কোন প্রকার ইমুজি বা হ্যাশট্যাগ না ব্যাবহার করতে চান তাহলে ক্যাপশন জেনেরেট করার সময় Yes/No ক্লিক করলেই হবে


কিছুক্ষন অপেক্ষা করার পর দেখবেন আপনার ক্যাপশন রেডী হয়ে গেছে।
এরপর নিচে Copy লেখা থেকে ক্যাপশনটি কপি করে নিন।

খুব সহজেই ছবি অনুযায়ী ক্যাপশন তৈরীর করার জন্য আমার কাছে AI এই ফিচারটি আমার কাছে অনেক ভাল লেগেছে।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

8 months ago (Sep 19, 2023)

About Author (108)

Sohelarman4374
author

I am proud, because I am a Muslim And a community of Hazrat Muhammad (pub ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

Trickbd Official Telegram

4 responses to “ছবি আপলোড করে ছবি অনুযায়ী AI দিয়ে ক্যাপশন বানান মাত্র ২ মিনিটে With Image to Caption Website”

Leave a Reply

Switch To Desktop Version