Howdy,
আজকে আপনাদের সামনে হাজির হলাম পাইথন কোডকে কিভাবে অন্যের থেকে গোপন করে রাখা যায়।
আপনাদের মনে প্রশ্ন হতে পারে আমরা যেহেতু টুলসটি ফ্রী দিচ্ছি তাহলে গোপন করার মতো কি আছে, আছে ভাই গোপন করার মতো অনেক কিছুই আছে। আপনি কখনও চাইবেন আপনার দেওয়া কোড অন্য কেউ তার নিজের নামে চালিয়ে যাক। আপনি চাইবেন না, এর জন্য আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে পাইথন কে এনক্রিপ্ট করে দেওয়া।
পাইথন কোড কিভাবে এনক্রিপ্ট করবো?
পাইথন কোড এনক্রিপ্ট করার জন্য অনলাইনে আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাপস দিয়েও করতে পারবেন। কিন্তু আমি আ্জকে কোন অ্যাপস না ওয়েবসাইট না শুধু মাত্র termux দিয়ে এনক্রিপ্ট করে দেখাবো। তো চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা termux যাবো।
Termux কে আপডেট করে নিবো।
pkg update -y
এখন পাইথন প্যাকেজটি ইনস্টল করবো।
pkg install python
এখন গিটহাব প্যাকেজ টি ইনস্টল করতে হবে।
pkg install git
এখন আমরা পাইথনের requests module ইনস্টল করবো।
pip install requests
এখন পাইথনের আরেকটি মডিউল ইনস্টল করবো।
pip install bs4
এখন আমরা পাইথনের futures module ইনস্টল করবো।
pip install futures
সর্বশেষ আর একটি হচ্ছে mechanize মডিউল
pip install mechanize
এখন আমাদের টুলসটি গিটহাব থেকে ক্লোন করবো।
git clone https://github.com/U7P4L–IN/ENCODE.git
এখন ক্লোন করা ফোল্ডারের ভিতরে প্রবেশ করবো।
cd ENCODE
এখন টুলসটি রান করবো।
python encode.py
এই রকম আসলে y দিয়ে ইন্টার দিবেন।
দেখতে পাচ্ছেন এনক্রিপ্ট করার কতগুলে ফরমেট পাচ্ছেন নিজের ইচ্ছে মতো করে নিবেন। আমি একটা করে দেখাচ্ছি
এখানে আপনার পাইথন কোড কোথায় আছে তার লোকেশন দিতে হবে।
এখানে sdcard মানে = ফোনের স্টোরেজ মেমোরি (বাকিটা পাইথন ফাইলের নাম দিবেন। )
দেখতে পাচ্ছেন আমার পাইথন কোডটি এনক্রিপ্ট হয়ে গেছে। ফাইলটি কোথায় সেইভ হয়েছে তার লোকেশন এখানে দেওয়া আছে।
আগে এবং পরে ।
তো আজকেই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ ।
One thought on "Termux দিয়ে খুব সহজেই পাইথন কোডকে এনক্রিপ্ট করে নিন ।"