হ্যাকিং বলতে বুঝায় আপনি অনুমতি ছাড়া
কোন তথ্য চুরি করে নিজের
প্রয়োজনে ব্যবহার করা। হ্যাকিং অনেক
ধরনের হতে পারে। আর এই কাজ
গুলো যারা করে তাদের হ্যাকার বলা হয়।
হ্যাকিং কে শিল্পের সাথে তুলনা করা হয়,
যেটি আয়ত্ত্ব করতে প্রচুর ধৈর্য আর
ইকটু বুদ্ধির প্রয়োজন হয়। আর
আশ্চর্যের বিষয় এর হ্যাকারদের
মাঝেও আবার বিভিন্ন প্রকারভেদ
রয়েছে।
ব্ল্যাক হ্যাট হ্যাকার
গ্রে হ্যাট হ্যাকার
হোয়াইট হ্যাট হ্যাকার
ব্ল্যাক হ্যাট হ্যাকারঃ
জন্য ব্যবহার করে, তাদের ব্ল্যাক হ্যাট
বলা হয়। যারা সব সময় কম্পিউটার, বিভিন্ন
সিস্টেমের দূর্বলতা খুজে বেড়ায়
নিজের আর্থিক অথবা যেকোন
পার্সোনাল লাভের আশায়। নিজের
স্বার্থের জন্য এরা অন্যের অনেক
ক্ষতি করে থাকে। এই হ্যাকারদের
খারাপের তালিকায় রাখা যায়।
গ্রে হ্যাট হ্যাকার ঃ
এরা ভাল মন্দ দুটির সংমিশ্রন। এদের যখন
যেটা ইচ্ছা হয় সেটাই করবে বলে ঠিক
করে। এরা উপকার, ক্ষতি দুটিই করতে
পারে।
হোয়াইট হ্যাট হ্যাকার ঃ
এদের ভালদের সারিতে ফেলা যায়। যারা
শুধু মাত্র জানার আগ্রহ থেকে রিসার্চ
করে। কম্পিউটার, ওয়েব পেজ,
কোন
পেলে এরা এর সাথে সংশ্লিষ্ট
কর্মকর্তাদের ব্যাপারটি সম্পর্কে
অবগত
করে। এরা খুবই জ্ঞানী প্রকৃতির হয়ে
থাকে।
7 thoughts on "আপনি কি হ্যাকার হতে চান, তা হলে জেনে নিন কি করবেন?"