অতি সম্প্রতি ফেসবুকের লাইভ ভিডিও সুবিধার সাথে অনেকেই পরিচিত হয়েছেন। এ নিয়ে জাকার্বার্গের মতে, যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত হই লাইভ ভিডিও সেসবের একটি।

গত কয়েক মাস ধরে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের জন্য ছাড়া হয়েছে লাইভ ভিডিও। এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ফোনগুলোর জন্যও সুবিধাটি চালু করা হয়েছে। জাকারবার্গ বলেন, লাইভ ভিডিওর মাধ্যমে ফেসবুকে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তিনি বলেন আমারা যে জগতে প্রবেশ করতে যাচ্ছি সেখানে ভিডিও হবে প্রচারিত মূল বিষয়বস্তু, আর চিন্তাভাবনা, ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো গোটা দুনিয়াকে জানানো যাবে এর মাধ্যমে।

শুক্রবার জার্মানির বার্লিনে এক প্রশ্নোত্তর পর্বে নানা বিষয় তুলে ধরেন তিনি। জাকারবার্গের দেয়া উত্তরের নানা বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় এক নজরে

অপ্রীতিকর মন্তব্য 

ফেসবুকে অপ্রীতিকর মন্তব্যের কোনো জায়গা নয়। ফেসবুক পুরোপুরি নিখুঁত নয়, কিন্তু অপ্রীতিকর মন্তব্য খুঁজে বের করে শনাক্ত করতে ফেসবুক বদ্ধপরিকর।

নিরাপত্তা

ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে ফেসবুক গ্রাহকদের তাদের কনটেন্টের পূর্ণ নিরাপত্তা দিতে চায়। পাশাপাশি সরকার ও হ্যাকারদের হাত থেকে নিরাপদ রাখতে চায়।

জাকারবার্গ যদি টুইটারের প্রধান নির্বাহী হত

মৃদু হেসে জাকারবার্গ বলেন, ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে একই সঙ্গে তারকাদের এবং সাধারণের অপরিমার্জিত বস্তু শেয়ার করার বড় সুযোগ করে দিয়েছে। আর ইনস্টাগ্রাম নিজেই টুইটারের চেয়ে বড়।

কৃত্রিম বুদ্ধিমত্তা

আয়রন ম্যান ছবির জার্ভিসের মতো একটা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চরিত্র তৈরি করার লক্ষ্য আছে জাকারবার্গের। বিষয়টা নিয়ে অনেকে চিন্তিত হলেও তাকে মোটেও ভাবাচ্ছেনা।

ডিজলাইক বাটন

লাইকের স্থানে নানা ধরনের আবেগের অভিব্যক্তির প্রচলন দেখে ধারণা করা যায়, ‘ডিজলাইক’ বাটন আসছেনা এখনই।

বিজ্ঞাপনের বিষয়বস্তু

বিজ্ঞাপনের মান উন্নত করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন বিজ্ঞাপনকে যতটা সম্ভব প্রাসঙ্গিক করা আমাদের দায়িত্ব।

ভার্চুয়াল রিয়েলিটি

জাকারবার্গের মতে, অভিজ্ঞতা শেয়ারের মাধ্যম হিসেবে ভিডিওর পরের ধাপটা হচ্ছে ভার্চ্যুয়াল রিয়েলিটি। তিনি আশা করেন হয়তো আগামী ৫ বছর বা তার চেয়ে কম সময়ের মধ্যে তার টাউন হলের মিটিঙের ৩৬০ ডিগ্রী ভিডিও ভিআর এর মাধ্যমে দেখা যাবে।

সুত্রঃ সিনেট

 

Leave a Reply