‘২০২১ সালের মধ্যে একটি আধুনিক বাংলাদেশ চাই আমরা। এ জন্য সরকার কাজ করে যাচ্ছে। অনেক নতুন উদ্ভাবন এ প্রদর্শনীতে উঠে এসেছে, যা ভবিষ্যতে ডিজিটাল বাংলাদেশ গড়তে বড় ভূমিকা রাখবে বলে আশা রাখছি।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিন দিনের এ মেলার আয়োজন করেছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
সমাপনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘আইসিটির সঙ্গে বাংলাদেশকে আমরা দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ ৬ লাখের বেশি ল্যাপটপ আমদানি করেছে। তবে আমরা এই আমদানির সঙ্গে থাকতে চাই না। বিনিয়োগের জন্য আমাদের ৩৫০ একর জায়গার ব্যবস্থা করা হয়েছে, যেখানে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন।’
এ ছাড়া অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এবং আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।
আমদানি-নির্ভরতা থেকে বেরিয়ে এসে হার্ডওয়্যার পণ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করাই মেলার লক্ষ্য ছিল বলে জানান বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিদেশি অতিথি যেমন এসেছে মেলায়, তেমনই আমাদের দেশীয় উদ্যোগ এবং উদ্ভাবনের প্রদর্শনী ছিল এতে। দুই পক্ষের মিলনে উৎপাদন-নির্ভর ভবিষ্যতের স্বপ্ন দেখছি আমরা।’
আমার একটি ছোট ব্লগ সাইট আছে দয়া করে সবাই ভিজিট করুন HamWap.Com