রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মতো করে টুইট করতে পারবে, এরকমই এক কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ওই টুইটার অ্যাকাউন্টটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-এর পোস্ট-ডক্টোরিয়াল শিক্ষার্থী ব্যাডলি হেইস।
‘ডিপ ড্রাম্পফ’ নামের ওই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত প্রক্রিয়ার টুইটার অ্যাকাউন্টটি তৈরির সময় ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো ইনপুট করেছেন বলেই জানিয়েছেন হেইস। আর অন্য প্রার্থীদের বদলে ট্রাম্পকে বেছে নেওয়ার কারণ হিসেবে হেইস জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্যগুলোর ভাষা বেশ সহজ, এজন্যই তাকে বেছে নিয়েছেন তিনি।
কৃত্রিম বৃদ্ধিমত্তাচালিত ওই প্রক্রিয়াটিকে যেসব ডেটা দেওয়া হয়েছে, সেগুলো থেকে সেটি নিজস্ব একটি অবকাঠামো তৈরি করেছে। পরবর্তীতে সেসব ডেটার মধ্য থেকে শব্দ বাছাই করে নতুন টুইট তৈরি করে প্রক্রিয়াটি। ১৪০ অক্ষর পর্যন্ত টুইট তৈরি করতে সক্ষম ওই কৃত্রিম বৃদ্ধিমত্তাচালিত প্রক্রিয়া এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ।
এখন পর্যন্ত এটি দুই ধরনের টুইট তৈরি করতে পারে। এক ধরনের টুইটে কোনো অর্থই সৃষ্টি হয় না। আর দ্বিতীয় ধরনের টুইট এতটাই অর্থবহুল হয় যে, সেটি আর আসল ডোনাল্ড ট্রাম্পের করা টুইটের মধ্যে পার্থক্য চিহ্নিত করা বেশ কষ্টকর হয়ে যায়।
আমার একটি ছোট ব্লগ সাইট আছে দয়া করে সবাই ভিজিট করুন HamWap.Com