জয়টা ভারতের ভাগ্যেই গেছে।
বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে
শিরোপা ভারতের। তবে যদি হারতো ভারত?
অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতে, বাংলাদেশের
বিপক্ষে হারলে সেটা হতো চটকদার খবর। কারণ,
টিভিতে ক্রিকেট দেখলে খুব সহজ মনে হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর
পর্বে এসব কথা উঠে আসে। বাংলাদেশের
বিপক্ষে জিতলে সেটা খুব বেশি সাধারণভাবে
দেখা হয় ভারতে। কিন্তু হারলেই বিপদ। ছি ছি রব
পড়ে যায়।
ধোনি বলেন, ‘আমাদের বাংলাদেশের কাছে
ওদের হারানোটা নয়। এটা একটা অদ্ভুত ব্যাপার যে,
আমরা বাংলাদেশের কাছে হারলে সবাই বলবে
সে কী রে বাংলাদেশের কাছে হেরে গেলি!
আর জিতলে বলবে ও তো জিতবেই
বাংলাদেশের সঙ্গে।’
ভারতের শীর্ষস্থানীয় বাংলা পত্রিকা
আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে
সমর্থকদের প্রতি সমালোচনাও। ভারতের
প্রত্যেকটি মানুষের আলাদা মতামত আছে
উল্লেখ করে ধোনি বলেছেন, ‘সমস্যা হল
টিভিতে ক্রিকেট দেখলে মনে হয় খুব সহজ।
সবাই বলতে থাকে, আরে এ ভাবে খেললি?
অন্য ভাবে খেলা উচিত ছিল। এমনকী টেস্ট
ম্যাচেও জ্ঞান দেয়। এখন সেটা চুপচাপ শোনা
ছাড়া উপায় কী?
মিডিয়া একদিকে যেমন তাকে উপরে তোলে
সঙ্গে আবার ধুম করে নামিয়েও দেয়। এসবে
অভ্যস্ত তিনি।