ঢাকা এখন অলিগলিরও শহর। রাজধানীর ভেতরে যেমন, আশেপাশেও নতুন সড়ক ও এলাকা গড়ে উঠছে। এর মধ্যে সঠিক গন্তব্য খুঁজতে অনেক সময় বেগ পেতে হয়। তবে ইন্টারনেট ও স্মার্টফোনের যুগে ছোট একটি অ্যাপ্লিকেশন কাজটি সহজ করে দেবে।

অ্যাপ ব্যবহার করে ম্যাপ দেখে সহজেই প্রয়োজনীয় জায়গাটি খুঁজে পাওয়া যায়। এ জন্য সার্চ জায়ান্ট গুগলের ‘গুগর ম্যাপস’ বেশ জনপ্রিয়। এটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। তবে কিছু কৌশল অবলম্বন করলে ইন্টারনেট সংযোগ ছাড়াও গুগল ম্যাপ ব্যবহার করা যায়।

প্রথমেই নিচের লিনক থেকে এই App টি নামিয়ে নিন।

Offline Dhaka Maps & Walk.Apk

ডাউনলোড করার সময় নিচের চিএ এর মত টিক টা তুলে দিন,

[Note :  Mobile User  Download করতে Uc,Chrome & Firefox Use করবেন।]

→ এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো

এতে ঢাকার পুরো মানচিত্র দেয়া আছে। ঢাকার বিখ্যাত জায়গা, শপিং মল, সরকারি অফিস সহজে চিহ্নিত করা যাবে।

ম্যাপটি ব্যবহার করে জিপিএসের কোথায় যাচ্ছেন তা দেখতে পাবেন। এটির সবচেয়ে বড় সুবিধা হলো সম্পূর্ন অফলাইনে কাজ করবে। দিক নির্ধারণের জন্য রয়েছে কম্পাস সুবিধা। তাই অচেনা জায়গা গেলে দিক হারিয়ে গেলে কাজে দেবে এটি। যে কোনো স্থান খুঁজে পেতে রয়েছে সার্চ ব্যবস্থা। জায়গার নাম লিখে সার্চ দিলেই তা খুঁজে পাওয়া যাবে।

এই App টি আপনাদের কাজে আসবেই।

Always Stay With TB

ভাল থাকবেন সবাই। পরের Tune এ দেখা হবে।

Leave a Reply