আইফোন সিক্স এস প্লাস বানাতে পারলে
অনেকেই মনে করেন, একটা স্টেটাস সিম্বল
হলো বটে!
##কড়কড়ে নগদ ফেলে কেনার
থেকে অনেকেই ইএমআই-এর পথে হাঁটেন।
##শুনলে অবাক হবেন, এই ফোন তৈরিতে খরচ
হয় ফোনের দামের মাত্র এক-তৃতীয়াংশ।
অবাক হচ্ছেন? আইএইচএস টেকনোলজি
নামে একটি সংস্থার গবেষণায় দেখা
গেছে, আইফোন সিক্স এস তৈরিতে খরচ
##অথচ, ভারতের বাজারে এর দাম প্রায় ৬০ হাজার টাকা!
অর্থাৎ? মুনাফার পরিমাণ ৩০০ শতাংশ।
এমনিতে খরচ ১৮ হাজার ২০০ টাকা টাকা।
এর সঙ্গে বাকি খরচখরচা যোগ করলে ২০
হাজার টাকায় দাঁড়ায়।
##ফোনটির সবথেকে দামি অংশ হলো
স্ক্রিন, ৪ হাজার একশো ৪টাকা টাকা।
দু’টি ক্যামেরা তৈরির খরচ ১৭৭০ টাকা।
ফ্ল্যাশ মেমরি বাড়ানোর জন্য বিপুল খরচ
করার কথা বলে অ্যাপল।
##জানেন, সেই খরচ কত? প্রায় ২৯ টাকা প্রতি গিগাবাইট।
এখানেই শেষ নয়। যাঁরা তৈরি করেন, সেই
শ্রমিকরা কত টাকা পান জানেন? মাত্র