গরমে জনজীবন অতিষ্ট।
একটুখানি ঠান্ডা বাতাসের
অপেক্ষায় কাটে সারাবেলা।
মাথার উপরে ফ্যান থেকেও বের
হচ্ছে গরম বাতাস। এয়ার কন্ডিশনার
থাকলে মন্দ হতো না। কিন্তু যে দাম!
সাথে আবার ভূতুড়ে বিদ্যুৎ বিল! গরম
হাওয়াতে তখন আর বিকল্প খোঁজার
সুযোগ থাকে না। সাশ্রয়ী মূল্যের
সাথে যদি বিদ্যুৎ বিলটা কম হয়
তাহলে একটা এসি আপনিও কিনতে
পারেন। এসির বিকল্প হিসেবে
ভারতের এক দম্পত্তি বানালো নতুন
এক ডিভাইস যার নাম চিলার।
চিলার রুমের আর্দ্রতা কমাতে
পারে। সাথে সাথে এতে বিদ্যুৎ
খরচও কম। যেকোনো শীতাতপ
নিয়ন্ত্রিত যন্ত্রের মাত্র ১০ শতাংশ
বিদ্যুৎ ব্যবহার করে চিলার রুমকে

ঠান্ডা করতে পারে। চিলারে
ব্যবহার করা হয়েছে রেফ্রিজারেশন
পদ্ধতি। যা সাধারণত ফ্রিজে ব্যবহার
করা হয়ে থাকে। কম্প্রেসার ও
কনডেনসারের সাহায্যে কাজ করে
এই যন্ত্র।
চিলারের উদ্ভাবক প্রিয়াঙ্কার
দাবি, ২০০ বর্গ মিটার এলাকা
ঠান্ডা করতে ২ টনের এসির প্রয়োজন
হয়। এতে ২৫০০ ওয়াট বিদ্যুত্ খরচ হয়। একই
এলাকা ঠান্ডা রাখতে বায়ু
হাইব্রিড চিলার খরচ করে মাত্র ২৫০
ওয়াট বিদ্যুত্। শুধু তাই নয়, সাধারণ
কুলারে বারবার পানি দিতে হলেও
রিভার্স অসমোসিস প্রক্রিয়ায়
বাড়ির পানির লাইন থেকে বায়ু
প্রয়োজন মতো পানি নিজেই টেনে
নেয়।
প্রকল্প তৈরির পর পেটেন্ট জোগাড়
করতে এই দম্পত্তির সময় লেগেছে দুই
বছর। ২০১৪ সালে চাকরি ছেড়ে
স্বামীর ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন
প্রিয়াঙ্কা মোক্ষমার। এরপর টাকা
জোগাড় করে নিজেদের উদ্ভাবিত
চিলার বিপণনে মন দিয়েছেন
দম্পতি।
চিলারের মূল্য শুরু হয়েছে ২২ হাজার
৫০০ রুপি। শিগগিরই হয়তো দেশের
বাজারে পাওয়া যাবে এই বিদ্যুৎ
সাশ্রয়ী এসি। ভ্যাট ও ট্যাক্স ছাড়া
বাংলাদেশি মুদ্রায় এই এসির মূল্য
হবে ২৭ হাজার টাকা।

ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু
পেতে FesTalBD.Com এর সাইটি ১বার
ঘুরে আসুন পিল্জ !

Leave a Reply