মে মাসের প্রথম সপ্তাহে
এসএসসির ফল
.
চলতি বছরের মাধ্যমিক স্কুল
সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের
পরীক্ষার ফল আগামী মাসের ৫ থেকে
৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে।
মঙ্গলবার ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড
বিষয়টি নিশ্চিত করেছে।
.
জানা গেছে, মে মাসের ৫ থেকে ৭

তারিখের মধ্যে যেকোনো দিনের সময়
চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে
প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ
পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী যে
তারিখটি নির্দিষ্ট করে দেবেন,
সেদিনই প্রকাশ করা হবে এসএসসির
ফলাফল।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল
খবীর চৌধুরী বলেন, ‘আগামী মে
মাসের ৭ তারিখের মধ্যে এসএসসি ও
সমমানের ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে
এগোচ্ছি। এ লক্ষ্যে সময় নির্ধারণের
জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া
হয়েছে।’
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের
পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের আটটি
সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে
নিয়মিত ও অনিয়মিত মিলে মোট
পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৫১ হাজার
৫২৩ জন।

2 thoughts on "মে মাসের প্রথম সপ্তাহে S.S.C Result"

  1. SM Nazmul Author Post Creator says:
    Wc

Leave a Reply