ইউরোপিয়ান
অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার
রিসার্চ-এর বিজ্ঞানীদের তৈরি
লার্জ হ্যাড্রন কোলাইডার
(এলএইচসি) এর তথ্য ৩০০
টেরাবাইট তথ্য সকলের জন্য
উন্মুক্ত করা হয়েছে। লার্জ
হ্যাড্রন কোলাইডার মূলত ২৭
কিলোমিটার লম্বা যান্ত্রিক এক
সুড়ঙ্গ। ঈশ্বর কণার সন্ধানে এই
সূড়ঙ্গে গবেষণা চলছে।
সার্নের গবেষকরা জানিয়েছেন,
নতুন যে ৩০০ টেরাবাইট ডাটা
উন্মুক্ত করা হয়েছে তা গবেষক,
শিক্ষার্থী এবং তথ্য
সংরক্ষণকারীদের জন্য সহায়ক
হবে।
এনগ্যাজেট জানিয়েছে, উন্মুক্ত
হওয়া এসব তথ্য ২০১১ সালের

আগে কমপ্যাক্ট মুওন
সোলোনয়েড
(সিএমএস)ডিটেক্টরের মাধ্যমে
সংগ্রহ করা হয়েছে।
সিএমএম দলের গবেষকরা দুই
ধরনের তথ্য উন্মুক্ত করেছে।
প্রাথমিক তথ্যের মধ্যে আছে
এটির গবেষকদের সংগৃহীত তথ্য।
যেগুলো একই উপায়ে সংগ্রহ করা
হয়েছে। এসব তথ্য শিক্ষার্থীদের
জন্য সহায়ক হবে। এসব
তথ্য সার্নের ওপেন ডাটা
ওয়েবসাইট পাওয়া যাবে।
ডাটাগুলো বিশ্লেষণ করার জন্য
সার্ন কর্তৃপক্ষ কতগুলো টুলস
উন্মুক্ত করেছে। যার সাহায্যে
তথ্যগুলো বিশ্লেষণ করা যাবে।
সিএমএস দলের গবেষকরা
বিশ্বাস করে তাদের গবেষণাকৃত
তথ্য সকলের কাছে পৌঁছে
দেয়ার এই প্রক্রিয়া একটি বড়
পদক্ষেপ।
এ বিষয়ে, সিএমএস দলের নেতৃত্ব
দানকারী গবেষক প্রকৃতি
বিজ্ঞানী কাটি লেসসিলা-
পেরিনি বলেন, ‘এই বিপুল তথ্য
সংগ্রহ করতে আমাদের অনেক
পরিশ্রম করতে হয়েছে। এই তথ্য
ভান্ডার উন্মুক্ত করার
অনেকগুলো
কারণের মধ্যে অন্যতম হচ্ছে
শিক্ষার্থীরা এসব তথ্য-উপাত্ত
বিশ্লেষণের মাধ্যমে পদার্থ
বিদ্যার কণা সম্পর্কে ব্যাপক
ধারনা পাবে।
আমার সাইট ভিজিটর করতে ভুলবেন না

3 thoughts on "৩০০ টেরাবাইট তথ্য উন্মুক্ত করছে সার"

  1. জামিল Author says:
    Ajka akta Valo post Palam.?
  2. Monir650 Contributor says:
    রানা ভাই আমি সব নতুন নতুন টিউন করে রাখছি টিউনার না হয়াতে পাবশিষ্ট হচ্ছে না। ভাই পরে দেখি ওগুলো অন্য টিউনাররা করতেছে। এতে খুব খারাপ লাগে ভাই, কারণ টিউনগুলো অনেক আগে আমি করে রাখছি।
    রানা ভাই আমাকে টিউনার করলে দেখবেন নিঃস্বর্থে আমার জানা বিষয় গুলো সবার মাঝে শেয়ার করবো।

Leave a Reply