উইন্ডোজ ১০ নিয়ে ধারাবাহিক টিউনের আজকে শেয়ার করবো, কি করে আপনার আইফোন এবং সিনক্রোনাইজ করবনে। আমাদের এমন অনেক ভিজিটর আছেন যারা এই একই প্রশ্ন করেছেন, এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত টিউন চেয়েছেন। তাদের এবং আপনাদের সবার জন্য আজকের এই টিউন।
তবে চলুন দেখি কি করে কাজটি করবেন-
আপনি আপনার ডিভাইস ২টি পন্থায় সিনক্রোনাইজ করতে পারবেন। ১# ওয়্যার মেথড এবং ২# ওয়্যারলেস মেথড।
#১ ওয়্যার মেথড-
→ এই পদ্ধতিতে প্রথমে আপনি ডেটা ক্যাবলের মাধ্যমে আপনার ডিভাইসটি পিসির সাথে কানেক্ট করুন।
→ এবার আপনার পিসি থেকে আইটিউন সফটওয়্যারটি ওপেন করে ডিভাইস অপশনে ক্লিক করুন (যদি সেটা আটোমেটিক ওপেন না হয় তো)।
→ এবার সেখান থেকে প্রতিটা ট্যাবে ক্লিক করুন। যেমন, মিউজিক, মুভি, টিভি শো, ফটোস, ইত্যাদি।
→ এবার আপনি যেগুলো সিন্স করতে চান সেগুলোর সেটিং এনাবেল বা ডিজাবেল করে দিন।
→ সর্বশেষ সিন্স বাটনে প্রেস করে সিনক্রোনাইজ করে নিন ফোনের সকল ডাটা। আর ইচ্ছামতো ব্যাকআপ রাখুন।
#২ ওয়্যার লেস মেথড-
→ প্রথমে আপনার পিসি এবং ডিভাইসটি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করুন।
→ এবার পিসিতে আইটিউন ওপেন করে সেখানে আপনার ডিভাইসটি কানেক্ট করুন।
→ ঠিক একই ভাবে ডিভাইস বাটনে ক্লিক করুন যদি কিনা সেটি একা একাই চালু না হয়।
→ এবার এই অপশনটি “Sync this iPhone over WiFi” চালু করে দিন যেটা অপশনে পাওয়া যাবে।
→ এবার সেটিং টি অ্যাপ্লাই করুন।
→ এখন ঠিক সেই আগের মতো সব গুলা ফোল্ডারে প্রবেশ করে সেটিং টি ঠিক করে নিন।
→ ব্যাস কাজ শেষ। এবার ইচ্ছা মতো ডাটা সিনক্রোনাইজ করে রাখুন।
কিছু কথা-
যারা নিয়মিত পিসি বা আইডিভাইস ব্যবহার করেন তারা হয়তো ইতিমধ্যে শিখে গেছেন যে, কি করে কাজটি করবেন। আর তারপরেও যদি কার কাজটি
করতে সমস্যা হয় তবে টিউমেন্ট বক্সে যানাতে পারেন। আমরা সাহায্য করবো।
আর আপনাদের যদি নিদিষ্ট কোন বিষয়ের ওপরে টিউন প্রয়োজন হয় তবে সেটিও আমাদের ফেসবুক ফ্যানপেজের ইনবক্সে যানাতে পারেন। পরবর্তীতে আপনার করা প্রশ্নটি নিয়ে আমরা বিস্তারিত টিউন দেবার চেষ্টা করবো 🙂 !!
আজ এ পর্যন্তই। ভাল থাকবেন আর ট্রিকরাউন্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।
টিউনটি ভাল লাগলে আমার সাইটঃ http://trickround.com