আমার মতো ইন্ট্রোভার্টদের জন্য কাজের একটা ফিচার নিয়ে আসলো ফেসবুক
এবার মেসেজ সিন করলেও কেউ বুঝবে না
তো চলুন দেখে নেওয়া যাক, কীভাবে এই ফিচারটি ইউজ করবেন

যেভাবে ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা

(Watch the video tutorial for better understanding)

1. প্রথমেই Messenger App open করুন এবং menu বাটনে ক্লিক করুন

2. তারপর settings বাটনে ক্লিক করুন

3. তারপর Privacy and Safety অপশনে ক্লিক করুন

4. তারপর Read receipts বাটনে ক্লিক করুন

5. এখানে by default Read Receipts অপশনটি অন থাকবে

6. আপনি অফ করে নিবেন

এবার যখন আপনি কারো মেসেজ পড়বেন সে বুঝতে পারবে না বা আপনি যে seen করেছেন তা দেখাবে না

কিন্তু এখানেই শেষ না একটা সমস্যা থেকেই যাচ্ছে আপনার ম্যাসেজ কেউ Seen করলো কিনা তাও কিন্তু আপনি বুঝতে পারবেন না

অনেকেরই Special Person থাকে যাদের মান অভিমান বুঝতে কখন Seen করলো তা দেখা প্রয়োজন সেক্ষেত্রে আপনি ঐ individual person এর ক্ষেত্রেও আলাদা Settings করে রাখতে পারেন

এতে করে শুধুমাত্র যাদের ক্ষেত্রে এই Settings করা থাকবে, তাদের মেসেজ সিন করলে তারা বুঝতে পারবে এবং তারাও যখন আপনার মেসেজ Seen করবে আপনিও সেটা দেখতে পারবেন

যেভাবে Special Person এর ক্ষেত্রে আলাদা Settings করবেন

1. প্রথমেই ℹ️ বাটনে ক্লিক করুন

2. তারপর একটু নিচে গেলে Read Receipts option পাবেন এটায় ক্লিক করুন

 

3. তারপর এই Show read reciepts অপশনটা অফ থাকবে এটা অন করে নিবেন

 

ব্যাস, এবার Special Person এর মান অভিমানও বুঝতে পারবেন

Video Tutorial

https://youtube.com/shorts/VmB2h6bVJC0

 

10 thoughts on "ফেসবুকে বা মেসেঞ্জারে এবার মেসেজ Seen করলেও কেউ বুঝতে পারবেনা | Messenger New Feature"

  1. AViJiTRoy0543 Contributor says:
    nice feature ??
  2. Boston Author says:
    বা*লের পোস্ট করো কা! আগে নিজে শেখো, তারপরে পন্ডিতি চো…..! আর বললাম না,, পরের বার বুঝেশুনে পোস্ট করিও
    1. Abdus Sobhan Author says:
      What’s wrong !?
    2. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Thanks for your comment

      আমি কীভাবে আমার পোস্টের কোয়ালিটি ভালো করতে পারি বা আমার পোস্টের কোন অংশটা আপনার ভালো লাগেনি সেটা Kindly জানাবেন

    3. Tamim Ahmmed Contributor says:
      Ei vabe bolar odhikar apnar nai…. Jeta vul hoiche.. Sei ta bolben.. Kharap bebohar koren keno…. #Admin vai.. Ektu dekhben bisoy ta
    4. BD TECH Author says:
      আপনি একজন অথর। আর আপনি করছেন এমন কমেন্ট। আপনার তো ট্রেইনার পদ বাদ যাওয়া উচিত। পোস্ট তো দেখি ঠিকই আছে। বুঝতে পারলাম না কেন এমন অশালীন মন্তব্য করেছেন।‌‌ এহেন মন্তব্য করে বংশের পরিচয় দিচ্ছেন?
    5. TrickBD Support Moderator says:
      নীতিমালা পড়েছেন?
  3. Nazmul007Nazmul007 Contributor says:
    Vaia amar astese na kno ai feature ta?
    messnger update dieyo astese nah.er solution ki??
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Apnar android version koto?

Leave a Reply