Trickbd তে আপনাদের স্বাগতম
আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করতে চলেছি একটি প্রায় অজানা আন্ডাররেটেড বলা চলে এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে।
text to image আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক পোস্ট দেখে থাকবেন। কিন্তু এই ai টি এত শক্তিশালী যে প্রায় সব ধরনের Artificial Intelligence কে টেক্কা দেবার ক্ষমতা রাখে।
আমরা যারা মোটামুটি Anime পছন্দ করি তারা হয়তো studio Ghibli আর your name অ্যানিমেটি দেখে থাকবেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা একদম প্রায় সেম কোয়ালিটির এআই ছবি তৈরী করতে পারবেন।
এর মেজর কয়েকটি ফিচার দেখা যাক
১.এই এআই এ আছে নো লিমিটেশন।অর্থাৎ কোন প্রকার লিমিট ছাড়া এখানে যত ইচ্ছা তত ছবি তৈরী করা যাবে।
২.কোন প্রকার একাউন্ট তৈরির প্রয়োজন নেই। শুধু prompt টাইপ করে এখানে ছবি generate করা যায়।
৩.নেগেটিভ prompt দেওয়ার সুবিধা। অর্থাৎ আপনি যেটা চাননা সেটি দিয়ে আরো কাস্টমাইজড করে নিতে পারবেন।
৪.এখানে ৭০ এর বেশি আর্ট স্টাইল আছে। অর্থাৎ আপনি খুব অ্যাকুরেট ভাবে ছবি তৈরী করতে পারবেন। প্রতিটা স্টাইল এর জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে।
Anime
Cute Anime
Soft Anime
Fantasy Painting
Fantasy Landscape
Fantasy Portrait
Studio Ghibli
50s Enamel Sign
Vintage Comic
Franco-Belgian Comic
Tintin Comic
Medieval
Pixel Art
Cute Figurine
3D Emoji
Illustration
Flat Illustration
Watercolor
1990s Photo
1980s Photo
1960s Photo
1950s Photo
1940s Photo
1930s Photo
1920s Photo
Vintage Pulp Art
50s Infomercial Anime
3D Pokemon
Painted Pokemon
2D Pokemon
Vintage Anime
Neon Vintage Anime
Manga
Fantasy World Map
Fantasy City Map
Old World Map
3D Isometric Icon
Flat Style Icon
Flat Style Logo
Game Art Icon
Digital Painting Icon
Concept Art Icon
Cute 3D Icon
Cute 3D Icon Set
Crayon Drawing
Pencil
Tattoo Design
The dead
YuGiOh Art
Traditional Japanese
Nihonga Painting
Claymation
Furry – Painted
Furry – Drawn
Furry – Drawn
Furry – Cinematic
Cartoon
Cursed Photo
MTG Card
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটির নাম হচ্ছে perchance Ai
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটির জন্য এখানে ক্লিক করুনতো এখন দেখাব আপনারা কিভাবে Your name কিংবা Studio Ghibli কোয়ালিটির ছবি তৈরি করবেন।
প্রথমে আপনারা লিংকে ক্লিক করে নিবেন। সবার উপরে হচ্ছে prompt.
সেখানে আপনারা ঠিক কি চান সেটি সিলেক্ট করে নিবেন।
Add syle এ ক্লিক করলে আপনি কোন ধরনের ছবি চান সেটি সিলেক্ট করে নিবেন। দেখুন বেশ কয়েকটি জনপ্রিয় Anime এর নাম আসছে। আপনারা সেখান থেকে ছবি সিলেক্ট করে নিবেন।
এরপর আর্ট স্টাইলে ক্লিক করে সেখানে Anime কিংবা অন্য format এর ছবি তৈরী করতে পারবেন।
এরপর জেনারেট ক্লিক করলেই ছবি তৈরী হয়ে যাবে।
দেখুন ফাইনাল আউটপুট আমার। আপনারা চাইলে অন্যান্য অপশন গুলো থেকে মোটামুটি ঘাটাঘাটি করে ভালো আউটপুট পেতে পারেন।
দেখুন নিচে আমি কয়েকটি ছবি যেগুলো আমার তৈরী করা সেগুলো দিয়ে দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজ এ পর্যন্তই।দেখা হবে আবার নতুন কোন পর্ব নিয়ে।যদি ভালো লেগে থাকে তাহলে আমার অন্যান্য পোস্টগুলো ও ট্রিকবিডির প্রোফাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। ট্রিকবিডিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।