এইচটিসি ১০ অবমুক্ত করার মধ্য দিয়ে কোম্পানিটি তাদের ফ্ল্যাগশীপ ডিভাইসের নামকরণের ক্ষেত্রে পরিবর্তন এনেছে। আগের নাম থেকে এবার ‘ওয়ান’ অংশটুকু বাদ দেয়া হয়েছে। অবশ্য এর মানে এই নয় যে, তারা তাদের মধ্য মানের ফোনের ক্ষেত্রেও একই পরিবর্তন আনবে। অন্ততপক্ষে খুব শীঘ্রি তেমন কোন পরিবর্তন আসছে না বলেই তো মনে হচ্ছে এই মূহুর্তে।
এই ৮৩০ এর ডিজাইনের এমন বৈশিষ্ট্য যে তা দেখলেই তার সাথে বিগত দিনে বাজারে আসা ডিজায়ার-ব্র্যান্ডের ডিভাইসের ডিজাইনের বেশ কিছুটা সাদৃশ্য পাওয়া যায়। এর নীল রঙের অবকাঠামো দেখে এর পূর্বসূরীদের বর্ণিল অবয়বের কথা স্মরণে না এসে পারে না।