আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন !
আজকে আপনাদের মাঝে নতুন ব্লকচেইন Topic নিয়ে হাজির হলাম!
আশাকরি পোস্ট পড়ার মাধ্যমে নতুন কিছু শিখতে পারবেন!
RWA এর পুর্নরুপ হলো “Real World Asset”
RWA বা real world Asset হলো এমন একটা নতুন financial Concept.
Tokenization
Crypto এবং ব্লকচেইন প্রযুক্তির দুনিয়ায় একটা concept বা ধারনা আছে যেটাকে বলে “Tokenization” বা কোন কিছুকে token এ রুপান্তর করা। সেটাকে কেনা-বেচার জন্য। এই ধারনা crypto দুনিয়ায় ব্যপক পরিবর্তন এনেছে।
এটাক সংক্ষেপে বলা যেতে পারে কোন বাস্তব দুনিয়ার বস্তুকে ডিজিটাল টোকেন এ রুপান্তর করা। এবং সেই token এ রুপান্তর করা asset কে blockchain এর দ্বারা ownership বা মালিকানার সুবিধা দেয়া।
তবে এখনো Retail Mass Adoption আসে নাই।
Defi তে একটা আলাদা sector গড়ে ওঠেছে এই RWA কে কেন্দ্র করে।
যেখানে বিভিন্ন real estate asset যেমন ঃ- জমি,বিল্ডিং,তেল এসবে invest করা যায় virtual ভাবে!
শুধু জমি,বিল্ডিং!
Casestudy:
আমরা এখন এরকম blockchain company নিয়ে আলোচনা করবো যারা এরকম real world asset নিয়ে কাজ করছে।
Propy
propy হলো এমন একটা us based RWA company যারা blockchain tech এর সাহায্য বিভিন্ন real estate property বা জমি,বিল্ডিং বেচা-কেনা করা যায়।
এখানে তিনধরনের মানুষের জন্য
Buyer,seller ও agent!
তিনধরনের মানুষের জন্য একটা platform!
propy usecase:
এখানে আপনি আপনার property কে list করে NFT হিসেবে বিক্রি করতে পারবেন।
এখানে আপনি আপনার property বিক্রি করতে পারবেন।
NFT বানাতে পারবেন।
আপনার buy-sell এর record realtime 24 ঘন্টা blockchain এ record হবে।
NFT property
NFT PROPERTY হলো এমন একটা ধারনা যেখানে আপনি আপনার property কে ডিজিটাল ছবি বা token
হিসেবে বিক্রি করতে পারবেন।
এবং সেটা আপনার property এর digital ownership এর proof হিসেবে কাজ করে।
এটা প্রযুক্তি জগতের নতুন ধারনা।
জয়েন করুন আমার টেলিগ্রাম চ্যানেল!
ধন্যবাদ!