[Root][Xposed] KitKat Lolipop এর মত 3Dot Menu এখন যেকোনো রুটেড এন্ড্রয়েড ফোনে by Riadrox
Introduction
Xposed Module শেয়ার করাই হয়নি বেশ কদিন ধরে।
## আমি এক্সপোজড মডিউল এ কারনেই শেয়ার করি, যেন আপনাদের ডিভাইসের কোনো ক্ষতি না হয়।
## কোনো সমস্যা হলে Module টি আনইন্সটল করলেই সমাধান হয়ে যায়।
$# কিন্তু আমি যদি Directly System writable scripts/ zip file দিতাম তাহলে আপনারা আপনাদের ফোনের বারোটা বেজে ফেলতেন।
## তাছাড়া Xposed এপগুলো আপনার ব্যাটারি বা র্যাম কোনোটিতে প্রভাব ফেলে না। কিছু কিছু বাদে।
,
,
,
,
,
,
3Dot Menu কি?
Menu কি – এইটা জানেন তো?
কি জানেন!! তাহলে হয়েই গেল।
নিচের ছবি দেখলে গাধাও বুঝতে পারবে জিনিসটা কি?!?!?
কিছু বোঝা গেল। আরও কিছু দেব?
যান দিলাম।
এবার কাজ শুরু করে দিন।
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
যা যা লাগবে
# 3 dot menu Xposed (157.34kb)
কার্যপদ্ধতি
## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।
## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।
## এবার Reboot চাইবে। Cancel করুন।
## এখন 3 dot menu Xposed ইনস্টল করুন।
## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং 3 dot menu Xposed তে টিক দিন।
## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।
## রিবুট হলে ছবিরর মত লোকেশনগুলোতে ঢুকুন!
সুবিধাঃ
## সফট কি বা ফোনের কোনো বাটন টাচ করতে হবে না।
## অনটাইম অনস্ক্রিন মেনুর কাজ।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: fb/roxtrick
Please.
apnar help chai
ফোনে কিছু অ্যাপ ইনিষ্টল হয়েছে যেগুলো ডিলেট করলেও আবার যখন ফোন অফ করে অন করি তখন এই অ্যাপ গুলো পুনরায় আসে….
অথচ মেমোরি ফরমেট দিয়েছি তবুও এসব কোথা থেকে আসে… তারপর যখন ফোনে নেট কানেক্ট করি তখন ফোনের স্কিনে বিভিন্ন Ad আসে… ফোনে কোন কাজ করতে পারি না… একটা কাজ করলে অন্য আরেকটা অ্যাপ চলে আসে….
plz help me…