আসসালামুওয়ালাইকুম


সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।

Internet Explorer

আমরা কমবেশি সবাই জানি যে ইন্টারনেট এক্সপ্লোরার আগের উইনডোজ ভার্সন গুলো তে দেখা যেতো কিন্তু এখন কোনো ভাবেই এটা ওপেন করা যায় না । অনেক ভাবে চেষ্টা করেছেন অনেকেই , কিন্তু তবুও কোনোভাবেই এটা ওপেন করা যায় না । কিন্তু আমি দেখাবো কীভাবে খুবই সহজ পদ্ধতিতে এটা ওপেন করবেন !

প্রসেস শুরু করা যাক

সবার প্রথমে আপনার পিসির যেকোনো যায়গায় একটি “Text Doccument” তৈরি করে ফেলুন !

এরপর সেই টেক্সট ডকুমেন্ট ওপেন করুন !

এবার এখানে টাইপ করুন !

CreateObject(“InternetExplorer.Application”).Visible=true

এবার একেবারে বাম কর্নারে উপরে ফাইল লেখাটিতে চাপ দিন !


এবার Save As এ ক্লিক করুন !

এবার যেকোনো একটি ফাইল নেম দিয়ে শেষে “.vbs” ফরমেট এ সেভ করুন ।

ব্যাস , আপনার কাজ শেষ !

এবার এই ফাইলটি তে ক্লিক করলেই Internet Explorer ওপেন হয়ে যাবে ।

এবার Internet Explorer কে যেভাবে খুশি ব্যবহার করুন !


তো আজ এই পর্যন্তই । দেখা হবে আগামী পোস্ট এ সে পর্যন্ত ভালো থাকুন । আল্লাহ হাফেজ

5 thoughts on "Windows 11 এ পুরোনো Internet Explorer ওপেন করুন (Easiest Way)"

  1. Sajid Blue Author says:
    IE চালানের দরকারটা কি? এত ফাও সময় কার আছে
    1. Saimum Raihan Author Post Creator says:
      কারণ টা হচ্ছে এটাই একমাত্র ব্রাউজার যেটা দিয়ে 9 font এর নিচের যেকোনো ওয়েবসাইট গুলোতে প্রবেশ করা যায় । যেমনঃ অনেক ডেটা সার্ভার ! যেগুলো নরমাল ব্রাউজার গুলোতে কোনো ভাবেই লোড নেয়না !
  2. Forhad Rahman Author says:
    But why would anyone want to open IE anyway? Let it drown in past.
    1. Saimum Raihan Author Post Creator says:
      কারণ টা হচ্ছে এটাই একমাত্র ব্রাউজার যেটা দিয়ে 9 font এর নিচের যেকোনো ওয়েবসাইট গুলোতে প্রবেশ করা যায় । যেমনঃ অনেক ডেটা সার্ভার ! যেগুলো নরমাল ব্রাউজার গুলোতে কোনো ভাবেই লোড নেয়না !
    2. Forhad Rahman Author says:
      Bruh, I am sure all hell there must be some other way around to access there, but IE is not that option for it. MS doesn’t support it anymore, so it’s plagued with various bugs.

      There’s no reason you have to use it to enter data servers. It’s still in the Windows OS only for legacy purpose.

Leave a Reply