আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১, প্রথমে Telegram অ্যাপ Open করে @LivegramBot এ যেতে হবে, এখন START এ ক্লিক করে 🤖 Add Bot এ ক্লিক করি
২, এখন @botfather এ যাই, এবং Start করি
৩, /newbot এ ক্লিক করি
৫, এখন নতুন বটের টোকেনটি কপি করি এবং @LivegramBot এ যাই
৬, টোকেনটি পেস্ট করে সেন্ড করি । বট তৈরি হয়ে গেল, এখন @ST_Chat_Robot এ যাই
৭, @ST_Chat_Robot বটটি start করি । আপনার বট প্রস্তুত
৮, এখন আমার অন্য আইডি থেকে এই @ST_Chat_Robot এ মেসেজ পাঠিয়ে চেক করি Chat bot টি কাজ করে কিনা । বটটি স্টার্ট করি
৯, ❝বট রেডি মেসেজ পেয়েছেন কি?❞ লিখে সেন্ড করলাম । এই দেখুন মেসেজ এসেছে
১০, এখন রিপ্লাই ( ডান থেকে বামে Swap করে) করে ❝হ্যাঁ, পেয়েছি❞ সেন্ড করি । এই দেখুন মেসেজ এর রিপ্লাই এসেছে
এইভাবে নিজেই চ্যাট বট বানাতে পারবেন
হয়ে গেল নিজের Chat bot
এখন আপনি বটের নাম, ছবি, বিবরণ, ইন্ট্রো, কমান্ড, সেটিংস ইত্যাদি নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন ।
ধন্যবাদ
আমি ধারাবাহিকভাবে সহজ পদ্ধতিতে Telegram bot তৈরি নিয়ে পোস্ট করছি । Bot তৈরির আরও পোস্ট আমার এই ট্রিকবিডি আইডি ঘুরে দেখতে পারেন ,ধন্যবাদ ।
3 thoughts on "[BOT MAKING]➤ কিভাবে Chat bot বানাবেন, [ Part – 4]"