Hello everyone👋 

আশা করি সকলেই বেশ ভালো আছেন।

আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে নতুন কম্পিউটার কেনার ক্ষেত্রে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগে যে তার কি নেয়া উচিত। PC নাকি ল্যাপটপ? 
picked1

Well, এইটা নির্ভর করে আপনি ঠিক কি কি কাজের জন্য কম্পিউটার কিনতে চাচ্ছেন তার উপর। যদি casual কাজ হয়ে থাকে যেমন মুভি দেখা, হালকা পাতলা ইন্টারনেট ব্রাউজ করা, ভার্সিটির রিসার্চ বা এসাইনমেন্ট এর কাজ বা এরকম যেকোনো লাইটওয়েট কিছু, তাহলে ল্যাপটপ হবে good choice. কারন এসবের জন্য খুব বেশি পরিমানের চাপ কম্পিউটারের উপর পড়ে না। আবার খুব সহজেই যেকোনো জায়গায় বহন করা যায়।picked1

আবার আপনি যদি কম্পিউটারে গেমিং করতে চান বা ফ্রিল্যান্সিং এর জন্য কম্পিউটার নিতে চান, তাহলে আপনাকে ডেক্সটপ choose করতে হবে। কেননা গেমিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং কিংবা প্রোগ্রামিং, এসবের জন্য বেশ ভালো পারফরমেন্স এর প্রয়োজন হয়, যা পিসি প্রোভাইড করতে পারে। তবে ল্যাপটপ এর জন্য অনেক হার্ড হয়ে যায়। হ্যাঁ, আপেল এর MacBook হলে সেটা ভিন্ন কথা। তবে সাধারণ ল্যাপটপ এর কথা বললে এসকল কাজের জন্য ল্যাপটপ না কিনে PC build করায় বেটার।
picked1

একটা বিষয় মাথায় রাখবেন। একই বাজেট এবং একই কনফিগ এর ল্যাপটপ এর চেয়ে পিসি এর পারফরমেন্স হবে দ্বিগুণ।

আর এরকমটা হওয়ার কারণ?

Well, বেশ কয়েকটা কারণ হয়েছে।

তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি হল:

picked1

১. পাওয়ার সাপ্লাই: পিসি’তে পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে কোন লিমিটেশন থাকে না। একদম সরাসরি সংযোগের মাধ্যমে পাওয়ার সাপ্লাই করা হয় থাকে। ফলে উচ্চক্ষমতাসম্পন্ন প্রোসেসর এবং গ্রাফিক্স কার্ডও সহজেই ভালোভাবে কাজ করে। অন্যদিকে ল্যাপটপে ব্যাটারির মাধ্যমে পাওয়ার সাপ্লাই করা হয় থাকে। যার ফলে ওভারঅল স্টেবল পারফরমেন্স বজায় রাখতে ইফিশিয়েন্সি কিছুটা কমে যায়।


আর ২. কুলিং সিস্টেম:

picked1

পিসি এর কুলিং সিস্টেমের তুলনায় ল্যাপটপ এর কুলিং সিস্টেম খুবই সীমিত। তাই পিসি এর সিপিইউ বেশ ঠাণ্ডা থাকায় পারফরমেন্স ল্যাপটপ এর তুলনায় বেশি হয়ে থাকে।

আরেকটা বিষয় মাথায় রাখা উচিত। পিসি তে কিন্তু আপনি যেকোনো সময় যেকোনো কিছু আপগ্রেড করতে পারবেন। 

picked1

পকেটে একটু টাকা আসলেই বাড়াতে পারবেন আপনার পিসি এর ক্ষমতা। ল্যাপটপ এর ক্ষেত্রে এই সুবিধা কিন্তু খুবই খুবই সীমিত। 

পিসি এর একটা অসুবিধা হচ্ছে বহন করা বেশ ঝামেলা এবং কষ্টসাধ্য। এটা ছাড়া আর কোনো অসুবিধা আমি দেখি না।

picked1

মোট কথা কি দাঁড়ালো? আপনি যদি casual কাজের জন্য কম্পিউটার নিতে চান, বেশি চাপ না থাকে, তাহলে ল্যাপটপ নিতে পারেন।

তবে যদি ভারী কাজের জন্য ভালো পারফরমেন্স এর কম্পিউটার চান, তাহলে একটা পিসি build করে ফেলুন।

আর কিছু জানার থাকলে কমেন্ট করে ফেলুন।

ভালো থাকবেন

টা_টা 👋




One thought on "PC or Laptop? আপনার কোনটা নেয়া উচিত??"

  1. Shorifulkcp807 Contributor says:
    50k te pc build korle kmn hobe?

Leave a Reply