আসসালামু আলাইকুম 

আমরা যারা ব্লগিং করে থাকি। আমরা জানি যে প্রতিটি ব্লগ পোস্টের জন্য একটি ফিচার ইমেজ তৈরি করতে হয়। অনেকে আছেন যারা সিম্পল ফিচার ইমেজ ব্লগ পোস্টে ব্যবহার করে থাকেন। আবার অনেকে ভালোভাবে সুন্দর করে ফিচার ইমেজ তৈরি করা থাকেন। তবে আমি মনে করি ভালো ব্লগ সাইটের জন্য অবশ্যই ভালো ফিচার ইমেজ তৈরি করতে হবে। একটি পোস্ট যখন সব দিক দিয়েই পারফেক্ট হবে সেটি অধিক পরিমাণে ভিজিটর পাবে। তাছাড়াও এসইও এর ক্ষেত্রে ফিচার ইমেজ কাজ করতে পারে।

সুন্দর ফিচার ইমেজ এর গুরুত্ব

ফিচার ইমেজ হচ্ছে কোন একটা পোস্ট বাইরে থেকে দেখে চেনার উপায়। ভিজিটর  পোষ্টের ফিচার ইমেজ দেখে বুঝবেন যে ওই পোস্ট কোন বিষয়ে লিখা। ফিচার ইমেজ যত আকর্ষণীয় হবে পোস্টে ভিজিটর আসার ততই সম্ভাবনা থাকবে। তাই প্রয়োজন পোষ্টের ফিচার ইমেজ আকর্ষণীয় করে তোলা। আমরা যখন গুগলে কোন কিছু লিখে সার্চ করি তখন অনেকগুলো রেজাল্ট আসে। এরমধ্যে কিছু রেজাল্ট দেখতে পারবেন ইমেজ সহকারে। অর্থাৎ পোস্ট রেজাল্টের পাশেই ইমেজ দেখাবে। অধিকাংশ সময় রেজাল্টের সাথে ইমেজ তখন দেখতে পারবেন যখন রেজাল্টটি কোনো প্রোডাক্ট হয় । এখানে যে ইমেজটি দেখতে পারবেন সেটা হচ্ছে ওই প্রোডাক্টের ফিচার ইমেজ বা থাম্বনেল। ব্লগ পোস্টেও প্রোডাক্ট এর মত ফিচার ইমেজ দেখাতে পারেন।সাধারণত ১:১ সাইজের ইমেজ গুলাই সার্চ রেজাল্টে দেখায়। তাই এসইও এর ক্ষেত্রে ১:১ এর ইমেজ গুলা ব্যবহার করা উচিত।

কিভাবে ফিচার ইমেজ তৈরি করবেন

যেকোনো একটি ইমেজ ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করা যায়। তবে একজন ভালো কনটেন্ট রাইটার কখনোই যে কোন ফিচার ইমেজ ব্যবহার করবেন না। কারণ ফিচার ইমেজের উপর ভিজিটরের গুরুত্ব রয়েছে। তাই ভালো ব্লগ পোস্টের জন্য অবশ্যই ভালো ফিচার ইমেজ তৈরি করা উচিত। তাই আমি খুবই সহজে একটি ভালো এবং এসইও সমৃদ্ধফিচার ইমেজ তৈরির প্রক্রিয়া দেখাবো।

প্রথমে পোষ্টের টাইটেল এর উপর একটি ইমেজ গুগল থেকে ডাউনলোড করুন। যেমন- মনে করুন , ক্রিকেট খেলা নিয়ে কিছু লিখবেন। তাহলে ক্রিকেট সম্পর্কিত একটি ইমেজ ডাউনলোড করবেন। চেষ্টা করবেন ওই সম্পর্কিত সবচেয়ে ভালো ইমেজটি ডাউনলোড করতে।

এবার মোবাইলে InShot এপ্সটি ওপেন করুন।

যেভাবে InShot দিয়ে ব্লগ পোস্টের জন্য এসইও সমৃদ্ধ ফিচার ইমেজ তৈরি করবেন[Only Mobile]

Photo অপশনে ক্লিক করুন এবং 1st time পার্মিশন দেয়া লাগবে। Photo এ ক্লিক করার পর গ্লারির ফটোগুলা দেখতে পারবেন। ডাউনলোড করা ইমেজ সিলেক্ট করুন।

যেভাবে InShot দিয়ে ব্লগ পোস্টের জন্য এসইও সমৃদ্ধ ফিচার ইমেজ তৈরি করবেন[Only Mobile]

 

উপরের স্ক্রিনশট এর মতো CUTOUT অপশনে ক্লিক করুন।

কারণ এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে।

যেভাবে InShot দিয়ে ব্লগ পোস্টের জন্য এসইও সমৃদ্ধ ফিচার ইমেজ তৈরি করবেন[Only Mobile]

 

 

ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টিক মার্ক করে সেভ করুন।

যেভাবে InShot দিয়ে ব্লগ পোস্টের জন্য এসইও সমৃদ্ধ ফিচার ইমেজ তৈরি করবেন[Only Mobile]

এবার Background অপশনে ক্লিক করুন। তারপর কালার সিলেক্ট করে নতুন ব্যাকগ্রাউন্ড দিন। আবার টিক মার্ক করে সেভ করুন।

যেভাবে InShot দিয়ে ব্লগ পোস্টের জন্য এসইও সমৃদ্ধ ফিচার ইমেজ তৈরি করবেন[Only Mobile]

এবার CANVAS অপশনে ক্লিক করে 1:1 সিলেক্ট করবেন। আপনি চাইলে যে কোন সাইজ ব্যবহার করতে পারেন। সাধারণত 16:9 ব্যবহার করা হয়। কিন্তু এসইও এর ক্ষেত্রে 1:1 ব্যবহার করতে পারেন।

যেভাবে InShot দিয়ে ব্লগ পোস্টের জন্য এসইও সমৃদ্ধ ফিচার ইমেজ তৈরি করবেন[Only Mobile]

এবার TEXT অপশনে ক্লিক করুন। আপনার পোস্ট টাইটেল অথবা একটি সুন্দর লেখা দিবেন। এমন লেখা দিবেন যেটা দেখে ভিজিটর ক্লিক করতে আগ্রহী হন। লেখাগুলো সুন্দর করার জন্য Border, Shadow, Level, Opacity চেক করতে পারেন।

ব্যাস, আরো আকর্ষণীয় করে তোলার জন্য STRCKER ব্যবহার করতে পারেন। এই অপশন থেকে আবার নতুন ইমেজ যুক্ত করতে পারবেন।

সকল এডিটিং শেষে Save আফসানা ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে।

 পরবর্তীতে করণীয়

ইনশট দিয়ে তৈরি ফিচার ইমেজটি গ্যালারিতে সেভ হওয়ার পর এটার সাইজ বেশি থাকবে। তাই যেখানে একটি টুলের মাধ্যমে 100kb এর মধ্যে কমিয়ে আনবেন।

তারপর এই 100kb ফিচার ইমেজ টাইটেল পরিবর্তন করে পোস্টের টাইটেল দিবেন।

সবশেষে পোস্টে ফিচার ইমেজটি যুক্ত করার সময় alt ব্যবহার করবেন।

8 thoughts on "যেভাবে InShot দিয়ে ব্লগ পোস্টের জন্য এসইও সমৃদ্ধ ফিচার ইমেজ তৈরি করবেন[Only Mobile]"

  1. afvdszbvdzbd Contributor says:
    eta abar ke jane na?eta post er kono topic holo?
    1. Md Mahabub Khan Author Post Creator says:
      Jara na Jane tader jonno
  2. Abdur Rahman Contributor says:
    এটা কোনো টপিক হলো? আর এইরকম পিক দেখে আমি অন্তত ইম্প্রেশ হবো না। ডিজাইনে রুচির দুর্ভিক্ষ। যাই হোক, উৎসাহ দিচ্ছি, ভালো টপিক নিয়ে পোস্ট করুন।
    1. Md Mahabub Khan Author Post Creator says:
      Thanks
    2. afvdszbvdzbd Contributor says:
      r8.okajer post
  3. M. M. Anik Contributor says:
    😒😒🫡🫡🥴🥴

Leave a Reply