বেসরকারি উন্নয়ন সংস্থা
ব্র্যাক জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সংস্থাটিতে হেড অব আরবান
ডেভেলপমেন্ট, ট্রেইনার-
আরবান ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ার-কন্সট্রাকশন
ডিপার্টমেন্ট সংগঠক পদে
জনবল নিয়োগ দেওয়া হবে।
পদগুলোতে আবেদনের জন্য
বিস্তারিত : হেড অব আরবান
ডেভেলপমেন- স্বনামধন্য বিশ্ববিদ্যালয়
থেকে স্নাতক বা
স্নাতকোত্তর পাস
প্রার্থীরা আবেদন করতে
পারবেন পদটিতে। এ ছাড়া
প্রার্থীদের ন্যূনতম ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে
হবে। আবেদনের জন্য
নির্ধারিত বয়স অনূর্ধ্ব ৫০
বছর। । আগ্রহী প্রার্থীরা
আবেদন করতে পারবেন
[email protected] ইমেইল ঠিকানায়। এ ছাড়া
ব্র্যাকের ওয়েবসাইটের
মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ ২৮
মে-২০১৬।
বিস্তারিত জানতে ব্র্যাকের ওয়েবসাইটে
প্রকাশিত বিজ্ঞাপনটি
দেখুন। ট্রেইনার-আরবান
ডেভেলপমেন্ট
স্নাতক বা স্নাতকোত্তর পাস
প্রার্থীরা আবেদন করতে
পারবেন পদটিতে। ন্যূনতম
দ্বিতীয় শ্রেণি থাকলেই আবেদন করা যাবে। তবে
শিক্ষাজীবনের কোনো
ক্ষেত্রে তৃতীয় শ্রেণি
থাকলে আবেদনপত্র বাতিল
করা হবে। পাশাপাশি এক
বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
শুধু অনূর্ধ্ব ৩২ বছর বয়সের
প্রার্থীরাই আবেদন করতে
পারবেন। আগ্রহী
প্রার্থীরা আবেদন করতে
পারবেন [email protected] ইমেইল ঠিকানায়। এ ছাড়া
ব্র্যাকের ওয়েবসাইটের
মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ ২৮
মে-২০১৬।
বিস্তারিত জানতে ব্র্যাকের ওয়েবসাইটে
প্রকাশিত বিজ্ঞাপনটি
দেখুন।
ইঞ্জিনিয়ার-কন্সট্রাকশন
ডিপার্টমেন্ট
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা ডিপ্লোমা পাস
প্রার্থীরা আবেদন করতে
পারবেন। ন্যূনতম দ্বিতীয়
শ্রেণি থাকলেই আবেদন করা
গেলেও, শিক্ষা জীবনের
কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদনপত্র বাতিল
করা হবে। এ ছাড়া চার
থেকে আট বছরের অভিজ্ঞতা
থাকতে হবে
আবেদনকারীদের। পদটিতে
২৮ মে-২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে ব্র্যাকের
ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত জানতে
ব্র্যাকের ওয়েবসাইটে
প্রকাশিত বিজ্ঞাপনটি
দেখুন।GPFreeBD.Com

Leave a Reply