১) প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক
কাকে বলা হয় ?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


২) প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার
ঘোষনা পাঠ করা হয়?
উঃ ২৬ মার্চ, ১৯৭১।

৩) প্রশ্ন: ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয়
কখন?
উঃ ১৯৮০ সালে।

৪) প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা
হয?
উঃ ০২ ই মার্চ, ১৯৭১।

৫) প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন
করেন?
উঃ আ স ম আব্দুর রব।


৬) প্রশ্ন: ভারত- বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর
বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।

৭) প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায়
স্থাপন করা হয়?
উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।

৮) প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা
গঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭১।

৯) প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
উঃ জেনারেল ইয়াহিয়া খান।

১০) মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর ছিলো?
উঃ নৌপথ

১১) মুক্তিযুদ্ধের সময় ১, ২, ৭ নং সেক্টর ছিলো?
উঃ চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী

১২) মুজিবনগর কয় নম্বর সেক্টর ছিলো?
উঃ ৮ নম্বর

১৩) সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)

১৪) সর্বপ্রথম শত্রু মুক্ত জেলা কোনটি?
উঃ যশোর (৬ ডিসেম্বর ১৯৭১)

১৫) বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করা
হয় কবে?
উঃ ১২ মার্চ ১৯৭২

সকল ধরনের টিপস ট্রিকস পেতে GPFreeBD.Com ভিজিট করুন

2 thoughts on "পরীক্ষায় এ প্রশ্ন গুলো এসেই থাকে ছাএ ভায়েরা দেখে নিন।"

  1. Ebrahim2000 Contributor says:
    copy from Current World fb page !!!
  2. Hasan Contributor says:
    good post

Leave a Reply