সিমভিত্তিক মোবাইল সেবা ব্যবহারে খরচ বাড়লো গ্রাহকের। এতো দিন প্রতি একশ টাকা রিজার্চে ৮৪ টাকা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। এখন ব্যবহার করতে পারবেন ৭৯ টাকা। বাকি ২১ টাকা কেটে নেয়া হবে মূল্য সংযোজন কর- মূসক (১৫ শতাংশ), সারচার্জ (এক শতাংশ) ও সম্পূরক শুল্ক (পাঁচ শতাংশ)।

পাঁচ শতাংশ সম্পূরনক শুল্ক নতুন করে আরোপ করা হয়েছে। সব মিলিয়ে প্রতি একশ টাকার ২১ শতাংশ দিতে হবে সরকারকে।

advertisement

আজ ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট উপস্থাপনায় সিমভিত্তিক মোবাইল সেবায় অতিরিক্ত পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ প্রসঙ্গে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, ‘গত অর্থবছরের বাজেটে মোবাইল সিমের উপর ব্যপক হার কর কমানো হয়েছে। এ কারণে নতুন অর্থ বছরে সিম বা রিম কার্ডের মাধ্যমে দেয়া প্রদত্ত সেবায় পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক কর নির্ধারণের প্রস্তাব করছি।’

সব ধরনের সরকারি কর ও সারচার্জ দিয়ে তিনশ টাকার একটি ইন্টারেনট প্যাকেজ কিনতে গ্রাহককে গুনতে হবে মোট ৩৬৩ টাকা। এখানে ৬৩ টাকা কাটা হবে মূসক, সারচার্জ ও সম্পূরক শুল্ক কর হিসেবে।

5 thoughts on "মোবাইল ব্যবহারে বাড়লো খরচ"

  1. Raihan 12 Contributor says:
    রানা ভাই টিউনার করেন প্লিজ। আর
    কতো দিন থাকবো এভাবে
  2. Gazi Subscriber says:
    বাস যা খাওয়ার সব জনগন খাবে
  3. md khokan Contributor says:
    sob jonogon
  4. M.Rubel24 Contributor says:
    বাস যা খাওয়ার সব জনগন খাবে ভাই ঠিক বলেছেন
  5. Bizzlemask Contributor says:
    Public Marar Kol.Sorkar Namao

Leave a Reply