কোনো কোনো মানুষকে বলতে
শোনা যায়, রোজার সময় যা ইচ্ছা
খাও, বেশি করে খাও কারণ
রোজাদারের খাবারের কোনো
হিসাব হবে না! এ কথাটি একটি ভুল।
খাবারের হিসাব বলতে সাধারণত
খাবারের অপচয় বোঝায়। আর কুরআন-
হাদিসে এমন কোনো কথা নেই যে,
রোযাদার যদি খাবারের অপচয় করে
তাহলে তার কোনো হিসাব হবে না।
যে ব্যক্তিই খাবার বা যেকোনো
এর হিসাব দিতে হবে।
সুতরাং রোযাদার হোক বা যেই হোক
খাবার বা যেকোনো বস্তুর অপচয়
থেকে বেঁচে থাকা জরুরি।
আর পানাহারের ক্ষেত্রে হারাম
থেকে বেঁচে থাকা ফরয- তাই তো সব
সময় এবং সর্বাবস্থারই বিধান।
হিসাবের প্রশ্ন আসে হালালের
ক্ষেত্রে; নিয়ামতের যথাযথ ব্যবহার
হল কি না এবং তার শোকর আদায় করা
হলো কি না।
হারামের উপর তো সরাসরি শাস্তি
হয়। তাই প্রচলিত এ বাক্য শুনে এরূপ মনে
করা যে, হারাম খেলেও কোনো
সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক