অবসান হতে যাচ্ছে পাড়া-মহাল্লায়
ডিশ ব্যবসায়ীদের দৌরাত্ম। এখন
থেকে দেশ-বিদেশের চ্যানেল
দেখতে হলে ধরণা দিতে হবে না
ডিশওয়ালাদের কাছে। অর্থাৎ নিজেই
নিজের ইচ্ছে মতো ডিশ লাইন ছাড়াই
সব টিভি চ্যানেল দেখতে পাবেন।
ভাবছেন এ আবার কেমন কথা! ডিশ
লাইন ছাড়া কিভাবে সম্ভব? কেন সম্ভব
নয়! খুব সহজেই এটা এখন থেকে করতে
পারবেন আপনি। শুধুমাত্র খানিকটা
অপেক্ষা। এরপর শেষ হবে ডিশ
লাইনওয়ালাদের একচেটিয়া
দৌরাত্ম্যের।
এর মাধ্যমে স্যাটেলাইট থেকে
টেলিভিশনে সরাসরি সিগন্যাল
আসবে। ফলে ক্যাবল সংযোগ ছাড়াই
গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে
পারবে। এতে চ্যানেলগুলোর ছবি ও শব্দ
আরো আকর্ষণীয় হবে।
দেশের দর্শকদের টিভি দেখার
অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এই
সেবা। শুরুতে ঢাকা, চট্টগ্রাম ও
সিলেটে এ সেবা চালু করলেও ধীরে
ধীরে সারা দেশব্যাপী এ সেবা
ছড়িয়ে দেওয়া হবে। প্রতি মাসে ৩০০
টাকা খরচ করে গ্রাহকরা ২৬টিরও
বেশি বাংলা চ্যানেলসহ ১০০টিরও
অধিক চ্যানেল দেখতে পারবে।
যেখানে প্রধান সব চ্যানেলই গুরুত্ব
পাবে। পাশাপাশি পাঁচটি হাই
ডেফিনেশনের (এইচডি) চ্যানেল
দেখা যাবে একই প্যাকেজে।
এ সেবা পেতে একটি সেট টপবক্স ও
ডিশ অ্যান্টেনার প্রয়োজন হবে।
ইনস্টলেশন ও মূল্য পরিশোধের পরই গ্রাহক
ডিটিএইচ সেবা উপভোগ করতে
পারবে। তবে সংযোগ পেতে মোট কত

ব্যয় হবে তা এখনো নিশ্চিত বলতে
পারেনি প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে বর্তমানে ডিটিএইচ
সেবার দেওয়ার ২টি অপারেটরকে
লাইসেন্স দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
ব্যক্তিগত ডিশ ব্যবহারকারীরা অল্প
কয়েকটি ফ্রি চ্যানেল দেখাতে
পারে। ভারতীয় অপারেটররা দর্শকদের
কোনো স্থানীয় বাংলা টিভি ও
সরকারকে কোনো কর না দিয়ে
অবৈধভাবে উচ্চমুল্যে ডিটিএইচ ব্যবসা
করছে। ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে
টিভি দর্শকরা এখন তার বাড়িতেই
একটি ছোট ডিশ ও রিসিভারের
মাধ্যমে সরাসরি সিগন্যাল গ্রহণ করতে
পারবেন। এর ফলে ডিশ
লাইনওয়ালাদের মতো আলাদা
তারের মাধ্যমে প্রতিটি টিভি
সেটে ক্যাবল সংযোগ দেওয়ার
প্রয়োজন পড়বে না।
সূত্র বলছে, ৩ বছর আগে ক্যাবল
অপারেটরদের আপত্তি উপক্ষো করেও
দেশের দুটি বড় কোম্পানিকে
ডাইরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবার
অনুমতি দিয়েছিল সরকার। সেই
অনুযায়ী প্রথম ডিটিএইচ কোম্পানি
চালুর ঘোষণা দিয়েছে বেক্সিমকো।
আর এই পরিসেবা খুব শিগগির চালু হতে
যাচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সেবা চালু
হলে একজন গ্রাহক সরাসরি
স্যাটেলাইটের মাধ্যমে তার পছন্দমতো
সব চ্যানেল ঝকঝকে এইচডি
কোয়ালিটিতে দেখতে পারবেন। নতুন
এ কোম্পানিতে বেক্সিমকোর
অংশীদার হয়েছে রাশিয়ার অন্যতম বৃহৎ
বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠান জিএস
গ্রুপ।
বেক্সিমকো কমিউনিকেশন্স
লিমিটেডের পিআর ম্যানেজার
তাজরিয়ান খান বলেন, বালাদেশে
প্রথমবারের মতো ডিটিএইচ চালুর পথ
মসৃণ করতে খুব শিগগির এই সেবা চালু
করা হবে। তিনি বলেন, সারা
বাংলাদেশেই আমাদের নেটওয়ার্ক
পাওয়া যাবে।
একনজরে ডিটিএইচ পদ্ধতি : ডিটিএইচ
সেবার মাধ্যমে একটি স্যাটেলাইট
সিস্টেম ব্যবহার করে সরাসরি
গ্রাহকের বাসায় টিভি সিগন্যাল
পৌঁছে দিয়ে মাল্টি-চ্যানেল টিভি
প্রোগ্রাম দেখার সুযোগ করে দেওয়া
হবে। ডিটিএইচ সংযোগ দিতে
ব্রডকাস্টিং কোম্পানি গ্রাহককে
একটি ছোট ডিশ ও রিসিভার সেট
প্রদান করবে যা, ডিশের মাধ্যমে
সিগন্যাল গ্রহণ করে রিসিভিং
সেটের সাহায্যে দর্শকরা টিভিতে
বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। ওই
সেটের মাধ্যমেই শুধু গ্রাহকরা
কাক্সিক্ষত চ্যানেলগুলো দেখার
সুযোগ পাবেন।
ডিটিএইচের অনেকগুলো সুবিধার একটি
হচ্ছে গ্রাহকরা নিজেরাই পছন্দনীয়
চ্যানেলগুলো বাছাই করতে পারবেন।
ক্যাবল অপারেটরের বেঁধে দেওয়া
চ্যানেল দেখতে হবে না। গ্রাহক
হাজার হাজার চ্যানেল থেকে তার
পছন্দমতো চ্যানেলগুলো ক্রয় করে
মাসিক খরচের পরিমাণও কমিয়ে
আনতে পারবেন।

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

8 thoughts on "ডিশ লাইন ছাড়াই দেখা যাবে সব টিভি চ্যানেল !"

  1. Asif Mahmood Contributor says:
    কবে হবে গ্রামে
  2. Rumyislam Contributor says:
    But ami jani 6500/- Dhaka sylhet cho: chalu hoyace vary nice picture and video
  3. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
    Thanks For All Commenter

Leave a Reply