পড়ুন এবং সিয়ার করুন ৷
আবূ সাঈদ খুদরী
রাদিয়াল্লাহু আনহু
হতে বর্ণিত,
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম
বলেছেন, “যে
ব্যক্তি আল্লাহর
পথে (অর্থাৎ
জিহাদ-কালীন
বা প্রভুর সন্তুষ্টি
অর্জন-কল্পে)
একদিন রোজা
রাখবে
আরবি হাদিস
ﻭَﻋَﻦْ ﺃَﺑِﻲ ﺳَﻌِﻴﺪٍ ﺍﻟﺨُﺪﺭِﻱ
ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ: ﻗَﺎﻝَ
ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ
ﻳَﻮْﻣﺎً ﻓِﻲ ﺳَﺒِﻴﻞِ ﺍﻟﻠﻪِ ﺇِﻻَّ ﺑَﺎﻋَﺪَ
ﺍﻟﻠﻪُ ﺑِﺬَﻟِﻚَ ﺍﻟﻴَﻮْﻡِ ﻭَﺟْﻬَﻪُ ﻋَﻦِ
ﺍﻟﻨَّﺎﺭِ ﺳَﺒْﻌِﻴﻦَ ﺧَﺮِﻳﻔَﺎً». ﻣﺘﻔﻖٌ
ﻋَﻠَﻴْﻪِ
বাংলা অনুবাদ
আবূ সাঈদ খুদরী
রাদিয়াল্লাহু আনহু
হতে বর্ণিত,
রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু
আলাইহি
ওয়াসাল্লাম
বলেছেন, “যে
ব্যক্তি আল্লাহর
পথে (অর্থাৎ
জিহাদ-কালীন
বা প্রভুর সন্তুষ্টি
অর্জন-কল্পে)
একদিন রোজা
রাখবে, আল্লাহ ঐ
একদিন রোজার
বিনিময়ে তার
চেহারাকে
সত্তর বছর (পরিমাণ
পথ) দূরে রাখবেন।”
প্রমানঃ [বুখারি ২৮৪০,
মুসলিম ১১৫৩,
তিরমিযি ১৬২৩,
নাসায়ি
২২৫১-২২৫৩, ইবন
মাজাহ ১৭১৭, আহমদ
১০৮২৬, ১১০৪, ১১১৬৬,
১১৩৮১, দারেমি
২৩৯১]
One thought on "আল্লাহর পথে একদিন রোজা রাখার ফজিলত!"