যেভাবে বুঝবেন আপনি কি আসল নাকি নকল মোবাইল ক্রয় করছেন।
=> যদি দেখেন মোবাইল ভীষণ স্লো, অর্থাৎ একটি অ্যাপ বন্ধ হতে বা খুলতে সময় নিচ্ছে, তা হলে সতর্ক হোন। নতুন ফোনে এটা হওয়ার কথা নয়।
=> সাধারণত, নকল মোবাইলের বাক্সের ওপরে ডান দিকে কোনো স্টিকার লাগানো থাকে না। আসল হলে তাতে স্টিকার এবং কিছু জরুরি তথ্য দেওয়া থাকে।
=> নকল ফোনে সাধারণত ব্যাকডেটেড সফটওয়্যার দেওয়া থাকে। নতুন মোবাইলে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সফটওয়্যার আপগ্রেটেড থাকে।
=> আসল স্যামসাং গ্যালাক্সি এস৬-এর বাক্সের মধ্যেই মোবাইলের ফ্লিপ কভারও দেওয়া থাকে।
=> আসল স্যামসাং গ্যালাক্সি এস৬-এর ব্যাক কভার কাঁচের মতো। হাত দিলে বেশ ভালোই বোঝা যায়। নকলটি প্লাস্টিকের এবং খসখসে।
=> রেজুলেশনেও খানিকটা পার্থক্য থাকে। নকল ফোনে ক্যামেরার ছবি বা ওয়ালপেপার খুব একটা ভালো হয় না। ফলে কেনার ক্যামেরা দিয়ে ছবি তুলুন।
=> স্যামসাং গ্যালাক্সি এস৬ মোবাইল আসল না নকল, বোঝার সবচেয়ে ভালো উপায় হলো- নকল মোবাইলে Unblock Sim Card অপশনটি কাজ করে না।
=> মোবাইলের বাক্স দেখেও খানিকটা আন্দাজ করতে পারেন। নকল মোবাইলের বাক্সের রঙ প্রায় এক হলেও, বাক্সটি একটু খারাপ ধরনের হয়।
___________________________________________________________
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com
4 thoughts on "কিভাবে বুঝবেন আপনি কি আসল নাকি নকল মোবাইল কিনছেন ?"