প্রদিতিদন ফেসবুকে যুক্ত হচ্ছে দুই
লক্ষের অধিক নতুন ব্যবহারকারী,
এছাড়াও ফেসবুকে রয়েছে ১
বিলিয়নের উপর সক্রিয় ব্যবহারকারী।
তবে অনেকেই জানেন না তাঁদের
প্রিয় ফেসবুক একাউন্টের নানান তথ্য
কিভাবে নিরাপদ রাখতে পারবেন।
হ্যাকারদের কাছ থেকে নিরাপদ
রাখবেন আপনার প্রিয় ফেসবুক একাউন্ট
অনেক ক্ষেত্রে দেখা গেছে
ব্যবহারকারীর একাউন্ট থেকে নানান
ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে কিংবা
একাউন্টটাই হ্যাক হয়ে গেছে! এসব
ঝামেলা থেকে রেহাই পেতে
ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের
তথ্য এবং একাউন্ট কিভাবে নিরাপদ
রাখবে সেই নিয়ে আমাদের আজকের
আয়োজন। পাসওয়ার্ড হচ্ছে সকল অনলাইন
একাউন্টে সাইন আপ এবং লগ ইন এর
প্রধান অংশ অনেকটা পাসওয়ার্ড হচ্ছে
আপনার একাউন্টে প্রবেশের চাবি
যেকেউ
যদি আপনার পাসওয়ার্ড জেনে যেতে
পারে তবে তার পক্ষে আপনার
একাউন্ট হ্যাক করে নেয়া সময়ের
ব্যাপার মাত্র। সুতরাং পাসওয়ার্ড
নিয়ে বিশেষ ভাবনার কারণ রয়েছে।
আপনি যদি আপনার একাউন্ট নিরাপদ

রাখতে চান তবে পাসওয়ার্ড দিতে
হবে শক্তিশালী যেমন অবশ্যই আপনার
জন্মদিন, জন্মসাল কিংবা মোবাইল
নাম্বার ব্যাবহার করবেন না
পাসওয়ার্ডে এতে করে হ্যাকারদের
পক্ষে অনেক সহজ হয়ে যাবে আপনার
একাউন্ট হ্যাক করা।
আপনি অবশ্যই আপনার ফেসবুক একাউন্ট
আপনার ব্যক্তিগত রেজিস্টার্ড
মোবাইল নাম্বার দিয়ে ভ্যারিফাইড
করে নিবেন এতে করে আপনার ফেসবুক
একাউন্ট অনেকটা নিরাপদ হয়ে যাবে
কারণ এর ফলে আপনি কোন কারণে যদি
ফেসবুক পাসওয়ার্ড ভুলেও যান তবে
ফেসবুক আপনাকে মোবাইলে
পাসওয়ার্ড পরিবর্তনের সুযোগ দিবে।
অপর দিকে আপনার ইমেইল একাউন্টও
কোন কারণে হ্যাক হতে পারে সে
ক্ষেত্রেও ফেসবুক আপনার ভ্যারিফাইড
নাম্বারে পাসওয়ার্ড পরিবর্তন করার
সুযোগ দিবে।
আপনার মোবাইলে ফেসবুক লগ ইন করার
নোটিফিকেশান অন করে রাখুন এতে
করে যদি কেউ আপনার একাউন্টে
প্রবেশ করতে চায় তবে আপনার
একাউন্টের পাসওয়ার্ড সে হ্যাক
করলেও একাউন্টে প্রবেশ করতে তাকে
আরেকটি পাসওয়ার্ড দিতে হবে যা
ফেসবুক আপনার মোবাইলে SMSএর
মাধ্যমে পাঠাবে। ফলে এটি
অনেকটাই কষ্ট সাধ্য হবে হ্যাকারের
জন্য। তাহলে চলুন জেনেনিই কিভাবে
আপনি আপনার মোবাইলে ফেসবুক লগ ইন
নোটিফিকেশান চালু করবেনঃ
>প্রথমে আপনার ফেসবুক একাউন্ট
সেটিংয়ে প্রবেশ করুনঃ
>এরপর একাউন্ট সিকিউরিটিতে ক্লিক
করুনঃ
এখানে লগ ইন নোটিফিকেশান “Text
message/Push notification ” ক্লিক করুন। এরপর
আপনার কাছে আপনার মোবাইল
নাম্বার
চাইবে ফেসবুক, নাম্বার দিলে
কিছুক্ষনের মাঝে আপনার কাছে
একটি SMS আসবে যে কোড ফেসবুক
পাঠাবে সেটি এখানে দিন। সব
শেষে “ Require a security code to access my
account from unknown browsers” এই অংশে
টিক দিয়ে বেরিয়ে আসুন। এবার
আপনার ফেসবুক একাউন্ট অত্যন্ত
শক্তিশালী নিরাপত্তা ব্যাবস্থার
আওতায় চলে গেল।

আপনিও অনলাইনে দিনে ২০০ থেকে ৩০০ থেকে ইনকাম করুন মোবাইল দিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

10 thoughts on "কিভাবে হ্যাকারদের কাছ থেকে নিরাপদ রাখবেন আপনার প্রিয় ফেসবুক এ্যাকাউন্ট ।"

  1. Rishe Contributor says:
    Nice post vaiya
    1. Kazi Abdul Wakil Contributor Post Creator says:
      Thanks @Rishe
  2. Rana Contributor says:
    ইউনিক পোস্ট করার চেস্টা করুন।
    1. Rishe Contributor says:
      Rana Vai Please amake tuner koren
    2. NIKHILROY Author says:
      Rana ভাই প্লিজ আমায় টিউনার করুন । আমার 21 টি পোষ্ট pending এ । নিজের হাতে পোষ্ট গুলি লিখেছি এবং নিয়ম মেনেই পোষ্টগুলো করছি । প্লিজ ভাই দয়া করে টিউনার করুন ।
    3. Masum Billah Contributor says:
      রানা ভাই দয়া করে আমাকে টিউনার বানান
    4. Masum Billah Contributor says:
      রানা ভাই আমি সুন্দর সুন্দর পোস্ট করেছি। আমাকে টিউনার বানান।
  3. mhmanik Contributor says:
    lovely tune
  4. Haydar khan Contributor says:
    উপরের কমেন্টের রানা ভাইয়ের নামে আইডিটা ফেক আইডি নাকি?একটু কি রকম মনে হচ্ছে id regstsn 19 tarikh & total post 0 এটা যদি রিয়ালি হয় তাহলে টুটাল পোষ্ট 0 কেন?
  5. Virus Contributor says:
    tar upore id ta Contributor not admin

Leave a Reply