বিসমিল্লাহির রাহমানির রাহিম। আছসসালামু আলাইকুম। পোষ্টের মধ্যে কোন ভুল থাকলে তা আমাকে বললেন আমি ঠিক করবো ।
পোষ্টটি আগে করা থাকলে সবাই আমাকে ক্ষমা করবেন।
ভারত ও বাংলাদেশে বিশেষ করে বাঙালী সমাজে “পা ধরে সালাম করা” নামে একটি প্রথা প্রচলিত আছে। উৎস হিন্দু সমাজে বেদের শিক্ষক তথা পুরোহিত থেকে শুরু করে গুরুজনেরা মূলত ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়। আর
হিন্দু ধর্ম মতে ব্রাহ্মণরা বিশেষ করে ব্রাহ্মণ পুরোহিতরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। ঈশ্বরের প্রতিনিধি হিসেবে তারা সাধারণ হিন্দুদের কাছে প্রায় পূজনীয় হিসেবে বিবেচিত হয়।
মনুসংহিতাতে বেদের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, বেদ শিক্ষার প্রতিটি পাঠের শুরুতে ও শেষে একজন ছাত্র অবশ্যই তার গুরুর দুই পা ছুঁয়ে আলিঙ্গন করবে। এই পা ছুঁয়ে আলিঙ্গন করাকে ব্রহ্মঞ্জলী বলা হয়।
ইসলাম ধর্ম মতে, ইসলাম ধর্মে পা ছুঁয়ে সালাম করা নিষেধ। কেননা পা ছুঁয়ে সালাম করতে গেলে আরেকজনের সামনে মাথা নত করতে হয়। কিন্তু ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারও সামনে মাথা নত করা নিষেধ। তাই যে কাউকে পা ছুঁয়ে সালাম করা ইসলামে নিষিদ্ধ।
আরো পরুনঃ ফটোশপে দিয়ে আপনার হাতে জ্বলন্ত ফায়ার ইফেক্ট দিন। আর আপনি হয়ে যান ফায়ার ম্যান।
আরো পরুনঃ এলিয়েন কি সত্যিই পৃথিবীতে আসে? দেখুন এলিয়েন আগমনের কিছু বিতর্কিত প্রমাণ…
Valoi bopeso.
Jazakallahu kair