আজ আমি আপনাদের কিছু টিপস দেব “হয়ত আপনি আগে থেকেই জানতেন” যা আপনার PC কে আরও

Speed

দিতে পারে। কথা না বাড়িয়ে কাজে আসি । 😀

নিম্নের কাজগুলো করে দেখুন :


★.Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে Right Button ক্লিক করে Task Manager খুলুন। তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো Program- তালিকা দেখতে পাবেন।

এর মধ্যে যেগুলো এখন কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দিন। যদি কিছু ভুল করে বন্ধ করে ফেলেন এবং অপারেটিং সিস্টেমের যদি কোন
সমস্যা হয় তবে PC রিস্টার্ট করুন। *.কিছু
সময় পরপর Start এ গিয়ে Run লিখে এনটার দিয়ে tree লিখে ok করুন। 😀

★.Control Panel এ যান। Add or Remove
এ দুই ক্লিককরুন। Add/Remove windows

components-এ ক্লিক করুন। নতুন যে
উইন্ডো আসবে সেটির বামপাশে
অদরকারি program গুলোর পাশের টিক
চিহ্নগুলি তুলে দিন। তারপর Accessories
and Utilities নির্বাচন করে Details
এক্লিক করুন।

নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে program
গুলোআপনার কাজে না সেগুলোর টিক
চিহ্নগুলো তুলে OK করুন। এখন next এ
ক্লিক করুন। Successful message
আসলে Finish এ ক্লিক করুন।

★.অনেক সময় PC’র র্যাম কম থাকলে PC slow
হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করেproperties-e যান। এখন advance এ ক্লিক করে performance
এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন।

এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC’র র্যামের দ্বিগুণ এবং Maximum size এ র্যামের চারগুন দিলে ভাল হয়। ★

আৱও নতুন কিছু পেতে TipsWapBD.Com

10 thoughts on "কম্পিউটার Slow হয়ে গেছে ? No Tension ফুল Speed বাড়িয়ে নিন ৷"

  1. sreebasghosh60 Contributor says:
    ata ki kaj korba
    1. Momen Contributor Post Creator says:
      Hmm…Apne Try korte #paren
    2. sreebasghosh60 Contributor says:
      tnk
  2. NayonBDs Contributor says:
    Kaj kore na! Ami try korce
  3. Momen Contributor Post Creator says:
    kisu ta holew barbe, … ai kaj ame neja try korse
  4. NayonBDs Contributor says:
    Amar Ram 2 GB kintu! Apni Je kaj korte bolcen segulo korci kintu kaj hoyni..
  5. Gazi Subscriber says:
    facebook কে Mutual friend কি ভাবে লুকিয়ে
    রাখব প্লিজ হেল্প কর
  6. Momen Contributor Post Creator says:
    Pc Use Korte Hobe >Edit
    Profile >Friend > Privacy >
    Custom kore din…. tar por Done. koren….
  7. Azher amin Contributor says:
    vai amar pc er windows daily update hoy n net gula kati nia jay….kno shomdan dite parben???
  8. sreebasghosh60 Contributor says:
    Amake ektu tuner banan plz

Leave a Reply