হঠাৎ করে ভূমিকম্পে সবকিছু
কেঁপে উঠলেই অনেকে
বিভ্রান্ত হয়ে পড়েন। আর এ
বিভ্রান্তি কাটাতে এগিয়ে
এসেছে গুগল। সার্চ জায়ান্ট
প্রতিষ্ঠানটি জানিয়েছে এখন থেকে গুগলেই জানা
যাবে ভূমিকম্পের নিখুঁত
তথ্য। এক প্রতিবেদনে
বিষয়টি জানিয়েছে ফক্স
নিউজ। গুগল ভূমিকম্পের নিখুঁত তথ্য
দেওয়ার জন্য ইউএস
জিওলজিক্যাল সার্ভের
সঙ্গে যৌথ উদ্যোগে এক
প্রকল্প নিয়েছে। এ
প্রকল্পের আওতায় বিশ্বের যে কোনো স্থানে ভূমিকম্প
হওয়া মাত্রই তার তথ্য
অনলাইনে প্রকাশ করা হবে। গুগলে ভূমিকম্প অনুসন্ধানের

জন্য “earthquake” বা
“earthquakes near me”
টাইপ করলেই চলবে। এছাড়া
এ ধরনের অন্য কোনো তথ্য
চাইলে তাও পাওয়া যাবে। এতে আপনি যে স্থানে
বসবাস করছেন সে স্থানের
আশপাশে হওয়া সাম্প্রতিক
ভূমিকম্পের তথ্য চলে আসবে। এ বিষয়ে ইউএসজিএস
আর্থকোয়েক হ্যাজার্ডস
প্রোগ্রামের কোঅর্ডিনেটর
উইলিয়াম লেইথ এক
বিবৃতিতে জানান, ‘আমাদের
তথ্যগুলো যাদের প্রয়োজন, তারা যেন তা পায় সেটি
নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া আমরা অত্যন্ত
আনন্দিত যে, গুগল এ কাজটি
করার জন্য সৃজনশীল উপায়ের
সন্ধান পেয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা
আশা করছি এ তথ্যগুলো
সার্চে প্রদর্শন করার ফলে
মানুষ তা দ্রুত পেয়ে যাবে
এবং ভূমিকম্প বিষয়ে তাদের
নিরাপত্তা জোরদার করতে পারবেন’ ভূমিকম্প নিয়ে
নতুন এ উদ্যোগের ফলে সার্চ
পেজে শুধু বর্তমান
ভূমিকম্পের তথ্যই পাওয়া
যাবে না, সাম্প্রতিক
বিভিন্ন ভূমিকম্পের তথ্যও এতে উঠে আসবে। এতে যারা পুরনো কোনো
ভূমিকম্পের তথ্য চান,
তারাও উপকৃত হবেন।
..::সাইট::..

One thought on "ভূমিকম্পের নিখুঁত তথ্য পাওয়া যাবে গুগলে ?"

  1. Shagor Ali Contributor Post Creator says:
    ore sala agula ekta sabdhan mulok songket..amra to jani allah sob kicori malik..

Leave a Reply