মাঝে একটা সময় তার জীবনে অসংখ্য ঝড়ঝাপটা গেছে। কিন্তু সবকিছু সামলে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল এখন নতুন দিনের স্বপ্নে বিভোর। দেড় মাসেরও কম সময়ের মধ্যে স্পট ফিক্সিং এর দায়ে কাঁধে চাপা তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি। পাশাপাশি অপেক্ষার প্রহর গুনছেন পরিবারে নতুন অতিথি আগমনেরও।
শনিবার এক সাক্ষাৎকারে আশরাফুল নিজেই নিশ্চিত করেছেন যে কন্যাসন্তানের বাবা হতে চলেছেন তিনি। বলেন, ‘আমার স্ত্রীর (আনিকা তাসলিমা অর্চি) প্রেগনেন্সির সাত মাস চলছে। মাস দুয়েকের মধ্যে আমরা কন্যাসন্তান আগমনের আশা করছি।’ আশরাফুল আরো যোগ করেন, ‘হ্যাঁ, এটা কন্যাসন্তানই। আমরা পরিবারের সবাই অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষা করছি। আমরা আলাদা করে কোন লিঙ্গ নির্ধারণী পরীক্ষা করাইনি। ডাক্তার নিজে থেকেই এটা জানিয়েছেন। আমার মা আমার স্ত্রীকে নিয়ে আলট্রা সাউন্ড সনোগ্রাফি করাতে গিয়েছিল, সেখানেই এটা ধরা পড়েছে। প্রেগনেন্সির সপ্তম মাসে আসার পর এদেশের চিকিৎসকরা জানিয়ে দেন, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে।’ এদিকে বাবা হওয়া ও ক্রিকেটে ফেরা নিয়ে দারুণ উত্তেজিত আশরাফুল আরও জানিয়েছেন, এখনো মেয়ের জন্য পছন্দসই কোন নাম বের করে উঠতে পারেন নি। “ওর কি নাম রাখা যেতে পারে সেটা এখনো ঠিক হয়নি। তবে আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবদের বলে রেখেছি ভাল কিছু নাম সাজেস্ট করতে।”
খেলাধুলার খবর এর অন্যান্য পোস্ট
13 thoughts on "কন্যাসন্তানের বাবা হচ্ছেন আশরাফুল"