উইন্ডোজ ১০ অপারেটিং
সিস্টেমে অনেক সময় টাইম জোন
ঠিক থাকলেও দেখানো সময়টা ভুল
থাকে। এমনটা হলে সহজেই কয়েকটি
ধাপ অনুসরণ করে তা ঠিক করে
নেওয়া সম্ভব। উইন্ডোজ
অপারেটিং সিস্টেমের অন্য
সংস্করণগুলোর মতোই পূর্বনির্ধারিত
সময় বা তারিখ ঠিক করতে
টাস্কবারের ডান পাশের কোনায়
তারিখের অপশন থেকে সেট করা
যাবে।
যা করতে হবে
টাস্কবারের ডান কোনার সময় এবং
তারিখ দেখায় যেখানে,
সেখানে ক্লিক করুন।
ক্যালেন্ডারসহ সময় দেখাবে।
এখানে Date and time settings লিংকে
ক্লিক করুন। DATE & TIME সেটিংস
চালু হলে Time zone এ খেয়াল করে
আছে কি না। না থাকলে টাইম
জোনের ড্রপডাউন তালিকা
থেকে সেটি ঠিক করে নিন। এখন
সঠিক সময় দেখতে পারবেন। না
দেখালে আবার আগের নিয়মে সময়
ও তারিখ সেটিংস চালু করে Set
time automatically অপশন লেবেল সচল
করে নিন। সঠিক সময় দেখতে
পাবেন। লোকেশন সার্ভিস চালু
করা না থাকলে স্বয়ংক্রিয় সময়
সেটিংস চালু না করাই ভালো।
তবে উইন্ডোজ টাইম সার্ভিস অপশন
কনফিগার করা না থাকলেও অনেক
সময় উলটা- পালটা তারিখ
দেখাতে পারে। টাইম সার্ভিস
কনফিগার করতে Win key + R একসঙ্গে
চেপে রান চালু করুন। এখানে
Services .msc লিখে এন্টার বোতাম
চাপুন। টাইম সার্ভিস চালু হলে
তালিকা থেকে Windows Time
এন্ট্রি খুঁজুন। উইন্ডোজ টাইম
এন্ট্রিতে রাইট ক্লিক করে properties
নির্বাচন করুন অথবা ডাবল ক্লিক
Start type থেকে Automatic নির্বাচন
করে নিচের Start বোতামে ক্লিক
করুন। যদি ওপরের কৌশলগুলো কাজে
না দেয় তবে নিজে ( ম্যানুয়ালি )
তারিখ ও সময় ঠিক করে দিতে
পারেন। এতেও যদি কাজ না হয়,
তবে ধরে নিতে হবে
মাদারবোর্ডের সিমোস ( CMOS )
কিংবা বায়োস ব্যাটারিতে
সমস্যা আছে।
[Remove *]