বর্ষার সময় এসে পড়েছে। আর তাই ইঁদুরের উত্পাতও বাড়ে গিয়েছে অনেক গুণে। বর্ষা আসলেই মুম্বাই ও তার আশেপাশের এলাকায় বেড়ে যায় ইঁদুরের উৎপাত।
প্রতি বারের মতো এ বছরও ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে মুম্বাইবাসী। মুম্বাইবাসীদের কিছুটা স্বস্তি দিতে ইঁদুরের মাথার দাম ১৮ টাকা ধার্য করল মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।
প্রতি বর্ষাতেই ইঁদুর মারার জন্য বিশেষ লোক নিয়োগ করে মুম্বাই পৌরসভা। মোটা লাঠি ও জোরালো টর্চ নিয়ে তারা গভীর রাতে ইঁদুর শিকারে বাহির হয়। ইঁদুর দেখলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলার নির্দেশ দেয়া রয়েছে। এতদিন পর্যন্ত ইঁদুরপিছু ১০ টাকা করে দিত মুম্বাই পৌরসভা। কিন্তু এই টাকায় রাত জেগে ইঁদুর মারা সম্ভব নয় বলে দাবি ওঠায় এ বছর ইঁদুর পিছু ১৮ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পৌরসভা।
মুম্বাই শহরের জন্য আপাতত ২৯ জনকে নিয়োগ করা হয়েছে। শিগগিরই মুম্বাইয়ের পশ্চিম ও পূর্ব শহরতলির জন্যও বেশ কয়েকজন rat killer নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। প্রতি রাতে ১০০ থেকে ১৫০টি ইঁদুর সাধারণত মেরে থাকে এরা।
7 thoughts on "একটি ইঁদুর মারতে পারলেই ১৮ টাকা!"