আসসালামু আলাইকুম বন্ধুরা,
সবাই কেমন আছেন, নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন।

আপনাদের যাদের USA এর জিমেইল আছে তারা নিশ্চয়ই Google Play points সম্পর্কে জানেন।
অ্যাপ ডাউনলোড করে, পারচেজ করে Play Points আর্নিং করতে হয়।
কিন্তু আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে PlayGround গেমস খেলে 40-60 Google Play points অর্জন করবেন।

এই গেম খেলতে অবশ্যই আপনার Tier Gold+ থাকতে হবে তাহলে পার্টিসিপ্যান্ট করতে পারবেন।

প্রথমে যে কোনো VPN থেকে USA সার্ভার কানেক্টেড করে নিতে হবে।
আমি Recommend করবো Thunder VPN.
এটা ডাউনলোড করে USA কানেক্ট করে নিবেন।

এর পর আপনারা প্লে স্টুরে চলে যাবেন, প্রোফাইলে ক্লিক করে Play Points এ ক্লিক করবেন।
এরপর Perks এ চলে যাবেন।

এর পরে ছবিতে মার্ক দেওয়া Playground এ ক্লিক করবেন। তারপর নিচের মতো স্ক্রিন আসবে আপনার USA জিমেইল লগ ইন করবেন।

অনেকের এই অপশন না ও আসতে পারে যাদের না আসবে তারা সরাসরি লিঙ্কে চলে যাবেন। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি
PlayGorund Link

এর পর সামনের দিকে যাবেন তাহলে আপনার এখানে ধাপে ধাপে ৩টি গেম আসবে সেগুলো খেলে Play Points আর্ন করবেন।
তারপর Redeem অপশন আসবে সেখানে ক্লিক করবেন।

তাহলে আপনাকে প্লে স্টুরে নিয়ে যাবেন সেখান রিডিমে ক্লিক করে পয়েন্টে রিডিম করে নিবেন।

অথবা আপনি চাইলে রিডিম না করে এই পয়েন্ট আবার রিডিম কোডের মাধ্যমে সেল করেও আর্ন করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

সবসময় এরকম টেক বিষয়ক টিপস & ট্রিকস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন।
এখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিন

One thought on "PlayGround গেম খেলে সহজেই ৪০-৬০ Play Points জিতুন সহজেই।"

Leave a Reply