কম্পিউটার ব্যবহারকারীদের অধিকাংশই
তাদের কম্পিউটারের দক্ষতা উন্নত করার
সর্বশেষ টিপস এবং ট্রিকস জানতে চান। কিছু
ব্যবহারকারী আগ্রহ দেখান না কিন্তু এই
সাধারণ ট্রিকস প্রত্যেক ব্যবহারকারীর জন্য
খুবই সহায়ক। এই কৌশলগুলি আপনার মূল্যবান
সময় নষ্ট করবেনা শুধুমাত্র নীচের টিপস ও
ট্রিকস অনুসরণ করতে হবে।
God Mode: এটি উইন্ডোজ হিডেন ফোল্ডার, গড
মোড ফোল্ডার আপনাকে ফোল্ডারের
মাধ্যমে একটি কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্যানেল
দেয় যেখান থেকে অপারেটিং সিস্টেম
সেটিংস এবং VPN সেটিংস, ডেস্কটপ
ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু অপটিমাইজ করতে
পারেন। এই ফোল্ডার তৈরি করতে
নতুন একটি ফোল্ডার তৈরি করে রিনেম
করতে হবে God Mode.
{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
এটি দিয়ে।
স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডার এর কন্ট্রোল
প্যানেল আইকন পরিবর্তন করবে।
এখন আপনি আপনার উইন্ডোজ অপারেটিং
সিস্টেম এর যেকোন সেটিংস পরিবর্তন
করতে পারবেন।
Problems Step Recorder: সিস্টেম এরর রেকর্ড
করার একটি হ্যান্ডি টুল হল স্টেপ রেকর্ডার।
পরামর্শ দরকার হলে প্রবলেম স্টেপ রেকর্ডার
আপনার সমস্যার রেকর্ড রাখবে পিসিতে।
সাহায্যের জন্য সকল সমস্যার স্ক্রিনশট রাখে
এটি। সমস্যা সমাধানের জন্য সাহায্যকারী
ব্যক্তির কাছে তথ্য পাঠাতে সাহায্য করবে
এটি। প্রবলেম স্টেপ রেকর্ডার ব্যবহার করতে
উইন্ডোজ বাটনে ক্লিক করে run টাইপ করুন
রান বক্স ওপেন হলে psr টাইপ করতে হবে
এবং ok বাটনে ক্লিক করতে হবে।
এবার প্রবলেম স্টেপ রেকর্ডার ব্যবহার
করতে পারবেন।
সর্বাধিক পরিচিত কি-বোর্ড শর্টকাট:পিসি
সহজে চালানোর জন্য ব্যবহারকারীকে বেশী
বেশী কি-বোর্ড শর্টকাট জানা দরকার।
এখানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য কিছু
আবশ্যক পরিচিত কীবোর্ড শর্টকাট দেয়া হল
স্ক্রিনশট নিতে Alt + print screen key শুধুমাত্র
একটিভ উইন্ডো ক্লিপবোর্ডে কপি করে।
Alt + Tab চলমান প্রোগ্রামকে সার্কেল
করে।
চলমান কোন প্রোগ্রাম কাজ না করলে Alt +
Ctrl + Delete কী প্রোগ্রাম টাস্ক
ম্যনেজারের মাধ্যমে বন্ধ করতে সাহায্য
করে। সরাসরি টাস্ক ম্যানেজার কাজ করতে
চাইলে Ctrl + Shift + Esc।
Windows + D সব উইন্ডো মিনিমাইজ করতে
ব্যবহার করা হয়।
সিস্টেম ইনফরমেশন দেখতে Window + Pause/
Break
করতে Windows + P ব্যবহার করতে হবে।
ফাইল নেম পরিবর্তন করতে আমরা রাইট
ক্লিক করি কিন্তু F2 বাটন চেপে এই কাজ
সরাসরি করা যায়।
Windows + L অন্য প্রোগ্রামের বিরক্তি
থেকে বাঁচতে।
Run Programs On Infected Pc: ভাইরাসের
কারণে কোন প্রোগ্রাম চালু না হলে নাম
পরিবর্তন করে .exe দিলে চালু করা যাবে।
Private Browsing Window: ব্রাউজারে আপনি
কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন তা গোপন
করতে চাইলে
Ctrl + Shift + N নতুন প্রাইভেট উইন্ডো গুগল
ক্রোম ব্রাউজারের জন্য।
Ctrl + Shift + P প্রাইভেট উইন্ডো মোজিলা
ফায়ারফক্স ব্রাউজারের জন্য।
stay with us..
. pls help me….. otirikto mb kata bondholder korbo kivabe janle vay pls help koren….
plz janaben keu
. pc te windows r phone e restore dile asha kori apnar problem ti solve hobe….. amioo tethering kore net use kori….. otirikto mb katar problem ta pls solve koren pls help me
step gulo follow koren….. r pls oarle amar question er ans ta diyen j kemne mb beshi kata bondho korbo…