আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।

আপনার ফোন রুট করেছেন ? কিন্তু কোন লাভ হল না? দেখুন তাহলে রুট করার মজা।

আজ আমি আবারও আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি রুট অ্যাপ যা আপনাদের ফোন রুট করাকে সার্থক করে তুলবে। তাহলে দেখে নিন কি কি আছে আজ:

***Root Booster: এই অ্যাপ আপনার ফোনকে বুস্ট করবে আর আপনার ফোনকে করে তুলবে সুপার ফাস্ট।এই অ্যাপ আপনার ফোনের Ram ও মেমোরি ফ্রি ও ভাইরাসমুক্ত রাখবে। এছাড়া  আপনার ফোনের চার্জও বেশি থাকবে।

এর Main Features গুলো দেখে নিন।

System Cleaner

Hibernation

Cache Cleaner

RAM (memory manager)

CPU (processor governor control)

App Size: 1.6 MB

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর নিচে App টির নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করবেন]]

 

***Device Control:  আপনি CPU ও GPU ফ্রিকোয়েন্সি, কম্পন শক্তি, তাপমাত্রা, ভোল্টেজ নিয়ন্ত্রণ, এবং কার্নেল সহ এই অ্যাপ্লিকেশন দিয়ে সব ধরণের সেটিংস বদলাতে পারেন. আরও আছে অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনা সমর্থন এমনকি একটি অটোমেশন বৈশিষ্ট্য, এবং সিস্টেম কনফিগারেশন এডিটর সব বিল্ট ইন ফাইল একটি সম্ভাব্য শক্তিশালী অ্যাপ্লিকেশন।

App Size: 5 MB

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর নিচে App টির নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করবেন]]

 

***Flashify: এর মাদ্ধমে আপনারা আপনাদের ফোনে কাস্টম রোম ইন্সটল করতে পারবেন। সাথে আরও অনেক কিছু করতে পারবেন। সাথে আপনার ফোন এর ফুল ব্যাক আপ করতে পারেন।এটা খুবই গুরুত্বপূর্ণ ও সহজে ব্যবহারযোগ্য।

App Size: 12.2 MB

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

[[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর নিচে App টির নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করবেন]]

যদি কোনো সমস্যা হয় জানাবেন।এছাড়া আরও কোনো রুট অ্যাপ লাগলে কমেন্ট এ অবশ্যই বলবেন।আমি তা দেবার জন্য চেষ্টা করব।

ধন্যবাদ।

ভালো থাকুন,সুস্থ থাকুন।

4 thoughts on "রুট করেছেন কিন্তু রুট এর আসল মজা পাচ্ছেন না? নিয়ে নিন এন্ড্রোয়েড এর জন্য কয়েকটি অতীব প্রয়োজনীয় রূট অ্যাপ আর উপভোগ করুন রুট করার আসল মজা।[পর্ব-৩][with latest and update version]"

  1. Shahadat8476 Contributor says:
    Bi apnar fb link ta din….
  2. Yeasin Author says:
    flasyfly দিয়ে ফোন এর ফুল বেকাপ নেওয়া যাই আপনাকে কে বলল।জানেন না আবার এটা নিয়ে লেখার কি দরকার।
    1. Sazzad Hossain Contributor Post Creator says:
      Yeasin brother please download flashify app.If you cannot backup by this app then comment again.Thanks.
  3. Yeasin Author says:
    আমি কি ভোকা নাকি আমি ডাউনলোড করলে আপনার লাভ।আমার দরকার হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করব।

Leave a Reply